Friday, 25 February 2022

অচেনা পথে অনিশ্চিত মুহূর্ত

বিবর্ণ নিবিড় রাত্রিতে গন্তব্যহীন অচল স্টেশনের যাত্রীতে, 

বিষন্নতার কালো আবরনে আবৃত। 

যেখানে সতেজ তরুলতাও হয়ে যায় মৃত

অসন্তোষ দানা বাধে এই সহজ সরল হ্রদয়ে, 

নিষ্ঠুরতার দংশনে আজ বিষময় ভালোবাসার কোটরে। 


কম্পিত হাত, বিবেকহীন অনুভূতি জাগায় বড় কষ্টের স্মৃতি। 

কবে মুক্তি, কবে মুক্তি উত্তরহীন প্রশ্নের আহ্বানে,

ভ্রান্ত মস্তিস্ক,অন্ধ সমাজ, মূর্খ ব্যবস্থা অহংকার জাগায়,  যা করছি বেশ

আলসে দিনে সৃষ্ট ক্ষত, থাকবে চিরকাল এ ক্ষতের রেশ। 


রোষানলে পড়ছে সত্য, বাড়ছে বিপথের গুণগান

আওড়াচ্ছে ফাকা বুলির ঝুড়ি, অস্তিত্বহীন হচ্ছে মোদের সম্মান,

আজকের শিশু আগামীর আলো স্তব্ধধিত, এই জটিল সমীকরণে। 

সু্ন্দরতম দিন, সুস্থ জীবন ঝাঝরা হয় কঠিন আবরণে। 

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...