সেদিন বিকেলে ফোটা সতেজ ফুল আজ শুকিয়ে হয়ে গেছে কালচে
সেদিন আবছা আলোয় জন্মানো প্রাণ আজ মাঠ জুড়ে ছুটে চলছে,
দিন আসে দিন যায়, প্রহর গড়িয়ে মাস ফুরায় এই বসুন্ধরায়
অবেলার পথিক অচেনা পথে জীবনের রং খুঁজে বেড়া জমকালো সন্ধ্যায়।
আজ যার পৌষ মাস কাল তার সর্বনাশ এভাবেই চলছে বসুন্ধরা
হোচট খেয়ে থমকে না দাঁড়িয়ে পুনরায় ছুটে চলে, পিছনে থেকে যায় আবছায়া,
বহুকাল রবে প্রবাহমান স্রোতস্বিনী, বহুকাল রবে অট্টালিকার বাহার
বহুকালের বাসনা মুহুর্তেই ঘটে যায় প্রিয় গল্পের আলোকে সত্য মিথ্যার সমাহার।
ক্ষীণ দৃষ্টিতে অচেনা প্রহরের বিভ্রান্তিতে চিন্তিত মহাশয় একলা বসে রয়
মুহুর্তেই ঘটে যাওয়া পরিস্থিতিতে কীর্তিমানের উত্থান অচেনা পরিচয়,
ধীরে ধীরে প্রবাহিত বায়ু সরু হয়ে মিলিয়ে যায় সময়ের আয়োজনে
বিচলিত মন থমকে দাঁড়ায় অনিশ্চিত ভবিষ্যতের আড়ালে।
আচমকা ঘটনার প্রবাহে চারদিকে বৈপরীত্যের ছড়াছড়ি
বৈপরীত্যের মাঝে নিজের স্বকীয়তা খুঁজতে এগিয়ে যেতে হবে সরাসরি,
ঝুম বর্ষায় নির্ঝঞ্ঝাটে ঘুমানোর আয়োজনে শত প্রচেষ্টা
ঘুম জড়ানো বন্দরে মৃত আত্মার শহরে সর্বদা আত্মিক তৃষ্ণা।