সীমানা ছড়িয়ে ঐ দূর শহরে সম্ভাবনাময়ী কিছু ঐতিহ্যের কিরণ
সেতারার সুর বহুকাল আগেই সময়ের কাছে করেছে সমর্পণ,
সব সিঁড়ি পেরিয়ে সাফল্যের মঞ্চে আঁকা কিছু সেরা নকশী
স্বপ্নের সুতলিতে সাজিয়ে সৌধ বানাতে হয়নি কেউ উদাসী।
মায়া ভরা চোখে মনস্তাত্ত্বিক বিশ্লেষণে মেধাবীদের আনাগোনা
মেলে ধরা সূর্য চশমায় মুদু হাসির আড়ালে মনসাঙ্কের ভাবনা,
মৃত শহরে মায়াবী স্বপ্নের মিথ্যে আশায় কেটে যায় বহু পূর্ণিমা
মনোহর চিন্তার মর্মার্থ মেলানো শেষে মেঘে ঢেকে গেছে নীলিমা।
নতুন উদ্যমের সম্ভাবনায় নোঙ্গর ফেলিলো নীলাঞ্জনার নগরে
নদীতে নিরবধি নীলাম্বর যায় নৌকাতে করে নিকষকালো আধারে,
নীলাচলে হারিয়ে যাওয়া নীলিমার প্রান্তরে নীলাভ বিন্দুর আস্ফালন
নীহারিকার নিলাদ্রীর চূড়ায় নিষ্ক্রিয় নক্ষত্রের আজ নীরবে বিয়োজন।
তরঙ্গের ন্যায় তীক্ষ্ণ কণাগুলো দোলে, তিলে তিলে গড়ে তোলে তটিনী
তত্ত্বের তাত্ত্বিক বিশ্লেষণে তেপান্তরের তলানিতে তুলনাযোগ্য মেদিনী
তবুও তারুণ্যকে ছাড়িয়ে তু্ষার পড়া দেশে তীক্ষ্ণতা দিয়ে করে কুপোকাত
তন্দ্রায় আছন্ন প্রান্তরে তেয়াত্তর বছর পরেও জানাবো তৃপ্তির সুপ্রভাত।