Sunday, 22 December 2024

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই।

সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই।

বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক,

নিকষকালো মেঘের ছায়ায় আবারো অন্ধকারে ব্যর্থ সব। 


এক মুর্খের অবসানে হয়েছে আরেক মূর্খের আবির্ভাব।

টাটকা রক্তগুলো আজো কালচে হয়ে দেওয়ালে লেগে আছে।

দুঃখিনী মা আজো তার ছেলের জন্য প্রতিদিন রাতে কাঁদে,

আর এতো বিসর্জনের পর পাওয়া স্বাধীনতা আবারো হেলায় হারায়।


জীর্ণ চোখ নিয়ে শীর্ণ অবস্থায় বসে আছে তারা কি করবে জানে না,

প্রতিরোধে সবার আগে যাওয়া ছেলেটার অবশ শরীর বিছানা থেকে উঠতে পারে না।

হাসপাতালে হাসপাতালে বীর যোদ্ধারা চিকিৎসা পায় না,

আর এদিকে কাপুরুষগুলা একটা খেলায় জিতলেই কোটি টাকা ছাড়া চলে না।


কি করেছিলো তারা সেসময় যখন আমার ভাইয়েরা মরছিলো?

আমার ভাইয়ের দেহখান যেদিন রিকশায় ঝুলছিলো সেদিন ঘাতকের দোসরটা কিভাবে সুন্দর দিন বলে পোস্ট দিলো?

আরেক মহাশয় আবার ঘাতকের দোসরটার সমর্থনে এ জাতির আত্মত্যাগ নিয়ে খোঁচা দিয়ে পার পেয়ে গেলো।

এভাবেই আমার ভাইরা মরে যায় আর তারা হেসে যায়।


এভাবেই বীরেরা যন্ত্রণায় কাঁদে আর সুযোগ সন্ধানী তোষামোদিরা করে সুখ বিলাস,

প্রতাপশালীরা আজো প্রতাপ দেখায় শুধু ক্ষমতা এ হাত থেকে গিয়েছে ও হাত।

কিন্তু বেহাত হয়েছে আমাদের স্বাধীনতা, তা পাওয়ার আগেই।

অবুঝ জনগণ বুঝে না বুঝবানরা তাদের স্বার্থ হাসিলে ব্যস্ত, শত শহীদের রক্তের সাথে করে বেইমানি।

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...