Monday, 19 December 2022

আই আই টি পুথিনিলয়

শোনেন শোনেন ভাই বোনেরা শোনেন দিয়া মন

লাল বিল্ডিংয়ের কথা আজো করিব বর্ণন, 

প্রথমে বন্দনা করি মোকারমের এর কথা 

সবাই এসে জিজ্ঞেস করে আই আই টি টা কোথায়। 


তারপর পর বন্দনা করি প্রোগ্রামিং এর কথা

ওটার কথা মনে পরলেই বুকে আসে ব্যাথা, 

বিচ্ছিন্ন অংকের ক্লাস এ আমি সব বুঝে হই হিরো 

পরীক্ষায় যেন কীসব লিখি খাতায় যে পাই জিরো (হায়রে) , 

ম্যাথ  আর স্ট্যাট আমার কাছে লাগে যে দুধভাত

কুইজে কীসব প্রশ্ন আসে সবার মাথায় হাত (হায়রে)।


যখনই  শুনতে পাই কম্পিউটার আর্কিটেকচার 

তখনই আমার মাথায় হয়ে যায়  ফ্র্যাকচার, 

যখনই পড়তে শুরু এলগোরিদম আর ডাটা স্ট্রাকচার

তখনই আমি বুঝতে পারি অন্ধকার আমার ফিউচার।


আই আই টি তে ভর্তি হতে হলাম যখন রাজি

তখন থেকেই রাখলাম যেন জীবনটাকে বাজি, 

পরীক্ষায় যদি করিতে না পারি পাশ

গ্রামে গিয়ে করতে হবে আমায় হাল চাষ।


হঠাৎ আকাশ ভেঙ্গে বৃটি নামে ঝুম

শহিদুল্লাহর পুকুর পাড়ে রাত কাটে নির্ঘুম, 

টি এস সি শুনি মোরা বাংলা পপ

লেইম জোকস বলতে গিয়ে হয়ে যাই ফ্লপ।


হাকিম চত্বরে বন্ধু ট্রিট দেয় লাচ্ছির

চানখারপুল গেলেই গন্ধ আসে কাচ্চির, 

সিএসসি এর চিপায় খাওয়া হলে খিচুড়ি

বন্ধুর পকেট থেকে মানিব্যাগটা হয় যে চুরি।


এভাবেই কেটে যায় আমাদের আইআইটি দিনগুলি

ভুল করে ভুলে যাই আমাদের ছেলেমানুষি ভুলগুলি, 

খুব করে ইচ্ছে করে ফিরে যাই তবুও অতীতে আবার

আইআইটির জমকাল দুনিয়াতে পুনরায় দেখা হোক সবার।  

Monday, 5 December 2022

ভাবনাবিলাসের খন্ডচিত্র

সারি সারি জলরাশির সুবিন্যস্ত প্রবাহ বহুকাল ধরে

মরুপথের পদাঙ্কের সমাবেশ মিলিয়ে যায় ধুলিঝড়ে, 

গহীন কোণে অন্ধকার গুহায় মিটমিটিয়ে আলো জ্বলে

অচিন পাখি বসে থাকে নিরব বনের বৃক্ষের কোলে। 


তবুও চিন্তারাজ্যের চিন্তাগুলো উৎকর্ষ সাধন করে না

তবুও স্বপ্নবাজের স্বপ্নগুলো বাস্তবতার দেখা পায় না,

মিটিমিটি করে জ্বলে সংসারের প্রদীপ তীব্র অভাবের মাঝে

ধুকধকানো প্রেমের প্রলাপ ঝিমানো কর্ণকুটিরে বাজে।


এলোমেলো সব ঘুণধরাদের অধিকারে বাকরুদ্ধ প্রতিবাদ

উড়তে চাওয়া পায়রার তাই ডানা ছেটে ফেলে করে বরবাদ,

উদাস মনে হতাশ হয়ে হুহু আর্তনাদে চূর্ণ মনোবল

জবাবের প্রতুত্তরে নির্বাক কান্না মুহুর্তেই কালোছায়ায় অবিচল।


চেতনালোকে অচেতন পথিক দিকবিহীন ছুটে বেড়ায়

সবাক বিস্ময়ে অবাক পরিস্থিতি দুর্বিষহ অবহেলায়,

কুঁড়েঘরে থাকা বিস্মৃত বুড়ো বেলা শেষে নেয় তৃপ্তির নিঃশ্বাস

মহাশয় কিন্তু অতৃপ্তির অজস্র আক্রমণে ঐশ্বর্যের প্রতি অবিশ্বাস। 

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...