Monday, 5 December 2022

ভাবনাবিলাসের খন্ডচিত্র

সারি সারি জলরাশির সুবিন্যস্ত প্রবাহ বহুকাল ধরে

মরুপথের পদাঙ্কের সমাবেশ মিলিয়ে যায় ধুলিঝড়ে, 

গহীন কোণে অন্ধকার গুহায় মিটমিটিয়ে আলো জ্বলে

অচিন পাখি বসে থাকে নিরব বনের বৃক্ষের কোলে। 


তবুও চিন্তারাজ্যের চিন্তাগুলো উৎকর্ষ সাধন করে না

তবুও স্বপ্নবাজের স্বপ্নগুলো বাস্তবতার দেখা পায় না,

মিটিমিটি করে জ্বলে সংসারের প্রদীপ তীব্র অভাবের মাঝে

ধুকধকানো প্রেমের প্রলাপ ঝিমানো কর্ণকুটিরে বাজে।


এলোমেলো সব ঘুণধরাদের অধিকারে বাকরুদ্ধ প্রতিবাদ

উড়তে চাওয়া পায়রার তাই ডানা ছেটে ফেলে করে বরবাদ,

উদাস মনে হতাশ হয়ে হুহু আর্তনাদে চূর্ণ মনোবল

জবাবের প্রতুত্তরে নির্বাক কান্না মুহুর্তেই কালোছায়ায় অবিচল।


চেতনালোকে অচেতন পথিক দিকবিহীন ছুটে বেড়ায়

সবাক বিস্ময়ে অবাক পরিস্থিতি দুর্বিষহ অবহেলায়,

কুঁড়েঘরে থাকা বিস্মৃত বুড়ো বেলা শেষে নেয় তৃপ্তির নিঃশ্বাস

মহাশয় কিন্তু অতৃপ্তির অজস্র আক্রমণে ঐশ্বর্যের প্রতি অবিশ্বাস। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...