Wednesday, 19 July 2023

সূচনাতেই পূর্ণতার প্রত্যাশা

চিরসুন্দর মনোরম আলোয় দেখা অদেখা কত স্বপ্ন

বাঁধাহীন পথে শুভ্রতার আভা প্রিয় শহরে বন্ধুসুলভ প্রজন্ম,

হাঁটতে হাটতে পেরিয়ে যাওয়া বহু পথ, দূর দিগন্তে শুধু নীল

আঁধার নামবার আগে অজানা বাঁকে সবকিছু করে ঝিলমিল। 


হঠাৎ নামলো অন্ধকার কঠিন চিন্তায় মাঝে সবকিছু নির্বিকার

বিচলিত মন, মনের মতন করে জীবনকে নিয়ে আলাপন,

সুন্দরকে সহজ করে বলতে  ব্যস্ত রাস্তায় বসে লেখা ডায়রি

বৃষ্টির স্নিগ্ধতাকে দূরে সরিয়ে ওয়াদা রাখতে কলম ধরি।


একা একা বসে থেকে একাকীত্ব দূর করতে ব্যর্থ শত প্রচেষ্টা

নিরব স্পন্দনে আচ্ছন্ন হয়ে অপ্রাপ্তির দুঃখ ভুলতে নিঃশ্বাসে ধীরতা,

ফেলে রাখা সাইকেল অযত্ন অবহেলায় কাটায় একাকী জীবন

সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে মালিক করেছে পুরোনোকে অপসারণ।


তাই জীবনে পূর্ণতা পেতে পুরোনো হতে মানা

নতুন কবিতার ঝলকে সৃষ্টিশীলতার গতি রোধ হলে হবে না,

ব্যস্ত শহরে তারুণ্য ও অভিজ্ঞতার বাহকরা দ্রুত বেগে চলবে

শহর থেকে দূরে পুরনো বন্দরে কর্মহীন মানুষের দেখা মিলবে। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...