স্রোতের কিনারায় দাঁড়িয়ে
ব্যর্থতার দহনে আমি হারিয়ে।
বাকরুদ্ধ তপ্ত অনুভূতির
অগ্নিস্নানে ভস্মীভূত আজ আমি।
আমার যুক্তির প্রতিটা স্তম্ভ আজ পরাজিত
আমার আবেগের কোণায় কোণায় অশ্রুপাত।
অনর্থক লালসায় আজ সমাজ বিভ্রান্ত
ইচ্ছের প্রচেষ্টা আজ অনিচ্ছায় পর্যদুস্ত।
হঠাৎ কোনো আলোচ্ছটায় হোক কলরব
আলোর পথের অভিযাত্রায় যুক্ত হোক সব।
মুক্ত হোক বিভ্রান্ত, মুক্ত হোক অনাচার
যুক্ত হোক আলোর নিশান, সত্য সুন্দর সমাধান।
আলোর নিশানে দূরীভূত অন্ধকারের জয়োৎসব
কষ্টের দিনগুলো যাবে না রসাতলে সব।
নিরবতার প্রহর ভেঙে ইচ্ছেরা করবে মহোৎসব
দোদুল্যমান শঙ্কাগুলো ধুলিত হয়ে হবে অবাস্তব।
No comments:
Post a Comment