উত্তপ্ত বাক্যের স্তব্ধিত মুহুর্তের ঘনঘটা,
তর্ক বিতর্কে অসতর্কিত আলোকছটা।
বাস্তবতার নিরীখে সত্য যে আজ রঙচটা,
অনাবিল হটকারিতায় উদ্বিগ্ন প্রতিটি সত্তা।
নিবৃত আবেগের প্রবৃত্তি আজ কণ্টকার্ণ জঞ্জাল,
স্পন্দনে বিষাক্ত নাভিশ্বাস অসমাপ্ত সুরতহাল।
রক্তচক্ষুর নির্জনতায় অকপটে সত্তা বিসর্জন,
প্রহসনের সস্তা মঞ্চে বিবেকহীন আত্মার গর্জন।
সাতরঙা উৎসবের দিন যায় জড়িয়ে অন্ধকারে,
জীবনযুদ্ধের হাপ্পিতাশে নির্ঘুম কাকডাকা ভোরে।
ধুধুময় বালুরপ্রান্তরে মাতালময় মস্তিষ্কটা ঘুরে,
সূর্যাস্তের নিষ্ঠুর প্রহরে জীবনপত্রক ঝরে পড়ে।
প্রলয়কালে ঘাপটি মেরে দম্ভগুলো মিথ্যা হাসে,
ক্রান্তিকালে রুঢ়ভাবে আবির্ভাবে দিনগুলোতে।
দাঁতভাঙা কড়া জবাব হবেরে হবে প্রবলভাবে,
কড়াগণ্ডায় হিসাব হবে প্রতিশোধের করালগ্রাসে।
তপ্তদুপুর ঝলসে যাবে থমকে যাবে প্রতাপগুলো,
তব্দা খেয়ে সত্য হবে হাস্যরসিক ভাষ্যগুলো।
অপেক্ষামান প্রহরগুলো মহাউল্লাসে গর্জে উঠে,
দিগন্তের এপাড়ওপাড় রঙতুলিতে আকবে সেদিন।
No comments:
Post a Comment