Saturday 28 May 2022

গল্পে গল্পে মসলিন

আজ একটা গল্প বলি শুনো গল্পটি সত্যি কিন্তু মিথ্যা নয়

সত্যের আড়ালে মিথ্যা থাকিলেও মিথ্যার নাহি জয়,

দিক- দিগন্ত পার হইয়াও হয় সত্যের মহা বিজয়

সত্য মিথ্যার দোলাচল মুক্ত হইয়া চলো গল্পটা তো শুনি।


একদা সমৃদ্ধ ছিলো সুতার কারবার সুবিস্তৃত ব্যবসা ছিল বঙ্গে ও গৌড়ে

মসৃণ হাতের ছোঁয়ায় অক্লান্ত পরিশ্রমে মসলিন গড়ে,

সকাল সন্ধ্যা মুখরিত থাকিতো মানুষের কলতানে

রমরমা ব্যবসা হইতো মসলিনের কল্যাণে।


২০ হাত লম্বা অতি মিহি একটা কাপড়

ইহা বানাইতেই লাগিয়া যাইতো বহু প্রহর,

বণিকের আসিত কিনিতে লইয়া স্বর্ণের আংটি

আস্ত একটা শাড়ি অনায়াসে যাইতো আংটিতে ঢুকি।


দিয়াশলাইয়ের বক্সে নাকি রাখা যাইতো এই আশ্চর্য বস্তু

কার্পাস নামক তুলা হইতে বানাতে হতো এর তন্তু,

রোম, পারাস্য, আফ্রিকা ফরাসি, ডাচ কিংবা তুরস্ক

বাংলায় মসলিন যাইতো বহু দূর দূরন্ত।

No comments:

Post a Comment

সাঁঝবেলায় জোনাকিদের গল্প

জোনাকির আলোয় লেখা অমাবস্যার গানে ফুটে উঠে বিরহ জেনে কিংবা না জেনে বলা দুঃখবিলাস মিলে যায় প্রত্যহ, জল ছিটানো ফোয়ারার মতন সাময়িক স্নিগ্ধতা আসে...