Friday 20 May 2022

আত্মগ্লানির প্রতিধ্বনিতে মমস্পর্শী আর্তনাদ

টুকরো টুকরো অনুভূতিগুলো মিটমিটিয়ে তাকিয়ে রয়, 

জমাট কালো ক্ষোভের মাঝে চেতনারা পায় যে ভয়। 

লালচে দাগের সাক্ষী হয়ে নীরবের থাকার যন্ত্রনা,  

মুখ লুকিয়ে কাটলো জীবন আত্মগ্লানির মোহনা। 


পিপীলিকার ন্যায় জীবনাচরণ ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ, 

শূন্য হাতে ঘূর্ণিত অর্জন প্রাচুর্যের লোভে চিরআক্ষেপ। 

অনুভবের বদ্ধপ্রান্তরে ব্যর্থ জীবন, হরহামেশাই অসন্তোষ, 

আত্মদম্ভের বিশ্বকোষ, ব্যর্থ সমর্পণেও তবু জেদীদের আক্রোশ। 


দলিত মুখগুলোও আজ মমস্পর্শী আর্তনাদ, 

বিষাদের বুকে হয় জ্বালাপোড়া, অশান্তির জলপ্রপাত। 

ইচ্ছেকারীর ইচ্ছেগুলো অনিচ্ছায় অপরাগ, 

প্রহসনের মঞ্চায়নে অনিশ্চিতে সরল বিরাগ। 


তবু মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেয় বাক্যহীন অনুভূতি,  

তবু আবেগের অনির্ণেয় কোণে ছড়ায় অজানা ঘোলাটে দ্রুতি। 

কুচকুচে কালো পা হেয় মস্তিষ্ক রয় অবয়ব নির্বাক প্রতিধ্বনি,  

বিদঘুটে স্বার্থান্বেষী রক্তচোষাদের আহ্লাদে ভরে যায় চারপাশ। 

দিনের অগ্রভাগে রয় প্রকটিত আশা সন্ধ্যায় ধূলিসাৎ, 

রাত্রি পোহালে দেখবে আলো অপেক্ষায় কখন প্রভাত। 


No comments:

Post a Comment

সাঁঝবেলায় জোনাকিদের গল্প

জোনাকির আলোয় লেখা অমাবস্যার গানে ফুটে উঠে বিরহ জেনে কিংবা না জেনে বলা দুঃখবিলাস মিলে যায় প্রত্যহ, জল ছিটানো ফোয়ারার মতন সাময়িক স্নিগ্ধতা আসে...