Saturday, 30 July 2022

পরাক্রমশালী আবর্তন

 ধারণাবিহীন প্রতিকুলতায় অদৃশ্যের প্রতি অটুট অবলম্বন 

সীমাহীন অধঃপতনকালে প্রায়শ্চিত্তের পর অনুধাবন 

বিশ্বস্ততার বিস্ময়কর যাত্রাকালে দূরদর্শী অতিক্রমণ

শুদ্ধতার পরিব্যপ্ত আবর্তনে নিকষকালোর সংক্রমণ 


ভিনকালের অচিনবাহে অসমাঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া

ধূর্তজ্ঞানীর মুচকে হাসি, অকৃতজ্ঞতার মহারাশি

মূর্খতার অঢেল প্রলয় ঝটকা মেরে খটকা লাগে

বোটকা শরীরে মোটকা যুক্তি অন্ধকারে আর অসময়


প্রিয় শহরে অপ্রিয়র দল ঘোলাটে সাম্রাজ্যের রূপকার

সচেতন মনে অচেতন ঢঙ্গে আক্রমণ করে বারবার

পরাক্রমশালী রুদ্রমূর্ত নর্দমার কীটদের বিদ্ঘুটে সমারহ

খোশমেজাজের মধ্যাহ্ন পরিণত হয় বিষন্ন অপরাহ্ন


বেমানান ধারার উপধারায় চায় যে কিঞ্চিৎ সংস্করণ

তাহলেই নাকি তারা দ্বিধাহীনভাবে করবে বর্বরতাকে বরণ

জেনে রেখো এটা হবে প্রহসন, তাই কভু হবে নাকো বাস্তবায়ন

অসহনশীল এ নীতি হাজার বছর ধরে চলছে চলবে


অহেতুক কুচক্রীরা এই দ্বিমুখী আবেদন করছে করবেই

সুশীল শালীন যজ্ঞরামহা আতঙ্কিত হয়েছে হবেই

আত্মবোধসম্পন্ন সত্যের ধারকরা রয়েছে রবেই

শত আঘাত প্রতিঘাতগুলো শুধু রাস্তায় পড়ে থাকবেই


Thursday, 14 July 2022

নান্দনিকতার অন্তর্যোগ

প্রহর গুনি ঝুম বর্ষায় ক্লান্ত মেঘের আলোকচ্ছটায়

দ্রুতবেগে ছোটা অনিল তবু ক্ষান্ত হয় না অমাবস্যায়। 

সময়রেখায় নিত্যনতুন গল্পযোগের উল্লাসে খুশি ফোটে 

ঘুমন্ত চোখে ফুটন্ত প্রচেষ্টায় দৃষ্টিজুড়ে আনন্দ রটে। 


বিদঘুটে তার চলন বলন বিদঘুটে তার চারিপাশ

পাপমোচনের মহাযজ্ঞে নিস্তব্ধতার অবকাশ । 

ভুল করে আজ মুখ ফোটে আজ, বুক ফেটে ভালোবেসে

ফুল হয়ে আজ ফিরে আসে সাতরঙার আবেশে। 


হুট করে আজ ঘুট হয়ে যায়, নিঝুম কালো অন্ধকার

ঝিম ধরে তাই পর হয়ে যাই, মুখ দেখানোর অধিকার। 

হাস্যরসিক প্রতাপশালী, তারা গা বাঁচিয়ে নিরুদ্দেশ

তন্দ্রা নিবিড় অপেক্ষাতে রাত জাগা ভোরে হাপ্পিত্যেশ। 


মিষ্টিকুসুম রোদের আলোয় নির্ভীক চলতে বড্ড বাঁধা

শেষ বিকেলের নিন্মরেখায় কিচিরমিচির ছায়া-ঢাকা। 

হলদে বাড়ির চিলতে কোণে ঘুণ ধরানো কাঠের কুয়ো

আশ্বিন মাসে করালগ্রাসে নীলচে ঘাটে আলতো ছুয়ো। 

Sunday, 3 July 2022

অনুভূতির অবরুদ্ধ অচলায়তন

ব্যক্ত অনুভূতি আর অচেনা গল্পের খুনসুটি 

ফিরে আসা দিনগুলোর অন্যরকম ছুটোছুটি 

অকেজো কলমের খসখসে আঁকিবুঁকি

অশ্রুসিক্ত চাহুনিতে হাজারো ডাকাডাকি 


বোকা বনে যাওয়া আজব শহরে দুর্বোধ্য 

আকাশ দেখা নীল চোখেরা আজ অনুরুদ্ধ 

হতাশার বুকে রুখে যাওয়া স্বপ্ন হাজারো শব্দাবলি

থমথমে রাজ্যে শীতল স্নায়ুর ব্যর্থ পুষ্পাঞ্জলি 


ভাবনায় আজো অজানার সুর মৃদুস্বরে গাওয়া গান

হাতেখড়িতে অচেনা রঙে আঁকা অসমাপ্ত সোপান

শুভ্র কাগজে মোটা মোটা দাগ বিস্মিত অভিমান

চিন্তিত মস্তিস্কে শুভাকাঙ্ক্ষী বিবেক ক্রমবর্ধমান 


আবারো সেই পথে একটুখানি হেঁটে ফিরার প্রস্তুতি

অপেক্ষার অদৃশ্য বিভেদরেখা ভুলে স্বর্গীয় অনুভূতি

তবু রয়ে যায় শঙ্কার ঢেউ নিস্তব্ধতার কালো বক্ররেখা 

তটস্থ ভঙ্গিতে আশ্বস্তের পঙক্তিতে স্বপ্নগুলো আঁকা  

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...