ধারণাবিহীন প্রতিকুলতায় অদৃশ্যের প্রতি অটুট অবলম্বন
সীমাহীন অধঃপতনকালে প্রায়শ্চিত্তের পর অনুধাবন
বিশ্বস্ততার বিস্ময়কর যাত্রাকালে দূরদর্শী অতিক্রমণ
শুদ্ধতার পরিব্যপ্ত আবর্তনে নিকষকালোর সংক্রমণ
ভিনকালের অচিনবাহে অসমাঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া
ধূর্তজ্ঞানীর মুচকে হাসি, অকৃতজ্ঞতার মহারাশি
মূর্খতার অঢেল প্রলয় ঝটকা মেরে খটকা লাগে
বোটকা শরীরে মোটকা যুক্তি অন্ধকারে আর অসময়
প্রিয় শহরে অপ্রিয়র দল ঘোলাটে সাম্রাজ্যের রূপকার
সচেতন মনে অচেতন ঢঙ্গে আক্রমণ করে বারবার
পরাক্রমশালী রুদ্রমূর্ত নর্দমার কীটদের বিদ্ঘুটে সমারহ
খোশমেজাজের মধ্যাহ্ন পরিণত হয় বিষন্ন অপরাহ্ন
বেমানান ধারার উপধারায় চায় যে কিঞ্চিৎ সংস্করণ
তাহলেই নাকি তারা দ্বিধাহীনভাবে করবে বর্বরতাকে বরণ
জেনে রেখো এটা হবে প্রহসন, তাই কভু হবে নাকো বাস্তবায়ন
অসহনশীল এ নীতি হাজার বছর ধরে চলছে চলবে
অহেতুক কুচক্রীরা এই দ্বিমুখী আবেদন করছে করবেই
সুশীল শালীন যজ্ঞরামহা আতঙ্কিত হয়েছে হবেই
আত্মবোধসম্পন্ন সত্যের ধারকরা রয়েছে রবেই
শত আঘাত প্রতিঘাতগুলো শুধু রাস্তায় পড়ে থাকবেই