Sunday, 3 July 2022

অনুভূতির অবরুদ্ধ অচলায়তন

ব্যক্ত অনুভূতি আর অচেনা গল্পের খুনসুটি 

ফিরে আসা দিনগুলোর অন্যরকম ছুটোছুটি 

অকেজো কলমের খসখসে আঁকিবুঁকি

অশ্রুসিক্ত চাহুনিতে হাজারো ডাকাডাকি 


বোকা বনে যাওয়া আজব শহরে দুর্বোধ্য 

আকাশ দেখা নীল চোখেরা আজ অনুরুদ্ধ 

হতাশার বুকে রুখে যাওয়া স্বপ্ন হাজারো শব্দাবলি

থমথমে রাজ্যে শীতল স্নায়ুর ব্যর্থ পুষ্পাঞ্জলি 


ভাবনায় আজো অজানার সুর মৃদুস্বরে গাওয়া গান

হাতেখড়িতে অচেনা রঙে আঁকা অসমাপ্ত সোপান

শুভ্র কাগজে মোটা মোটা দাগ বিস্মিত অভিমান

চিন্তিত মস্তিস্কে শুভাকাঙ্ক্ষী বিবেক ক্রমবর্ধমান 


আবারো সেই পথে একটুখানি হেঁটে ফিরার প্রস্তুতি

অপেক্ষার অদৃশ্য বিভেদরেখা ভুলে স্বর্গীয় অনুভূতি

তবু রয়ে যায় শঙ্কার ঢেউ নিস্তব্ধতার কালো বক্ররেখা 

তটস্থ ভঙ্গিতে আশ্বস্তের পঙক্তিতে স্বপ্নগুলো আঁকা  

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...