Thursday, 14 July 2022

নান্দনিকতার অন্তর্যোগ

প্রহর গুনি ঝুম বর্ষায় ক্লান্ত মেঘের আলোকচ্ছটায়

দ্রুতবেগে ছোটা অনিল তবু ক্ষান্ত হয় না অমাবস্যায়। 

সময়রেখায় নিত্যনতুন গল্পযোগের উল্লাসে খুশি ফোটে 

ঘুমন্ত চোখে ফুটন্ত প্রচেষ্টায় দৃষ্টিজুড়ে আনন্দ রটে। 


বিদঘুটে তার চলন বলন বিদঘুটে তার চারিপাশ

পাপমোচনের মহাযজ্ঞে নিস্তব্ধতার অবকাশ । 

ভুল করে আজ মুখ ফোটে আজ, বুক ফেটে ভালোবেসে

ফুল হয়ে আজ ফিরে আসে সাতরঙার আবেশে। 


হুট করে আজ ঘুট হয়ে যায়, নিঝুম কালো অন্ধকার

ঝিম ধরে তাই পর হয়ে যাই, মুখ দেখানোর অধিকার। 

হাস্যরসিক প্রতাপশালী, তারা গা বাঁচিয়ে নিরুদ্দেশ

তন্দ্রা নিবিড় অপেক্ষাতে রাত জাগা ভোরে হাপ্পিত্যেশ। 


মিষ্টিকুসুম রোদের আলোয় নির্ভীক চলতে বড্ড বাঁধা

শেষ বিকেলের নিন্মরেখায় কিচিরমিচির ছায়া-ঢাকা। 

হলদে বাড়ির চিলতে কোণে ঘুণ ধরানো কাঠের কুয়ো

আশ্বিন মাসে করালগ্রাসে নীলচে ঘাটে আলতো ছুয়ো। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...