একটি পাঠাগার: হাজারো বলা, না বলা গল্প
বাঁধা-বিপত্তি কোনো টাই ছিল না তো অল্প,
উদ্যমী তরুণেরা গড়তে গিয়ে স্বপ্নের প্রাসাদ
প্রবল হাওয়ার উড়ে গিয়ে সৃষ্ট অবসাদ।
তবুও তারা তো সহজে দমবার পাত্র যে নয়
নিকষকালো অন্ধকারেও, তাঁরা নির্ভার অভয়,
কালো মেঘের ভেলা সরিয়ে হাটে স্বপ্নের পথে
হাতে হাত, কাঁধে কাঁধ মিলে এক হয় নব শপথে।
দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর
যুগের সাক্ষী সবাই, কেটে গেছে বহুপ্রহর,
নীল দিগন্তে সূর্য উঠে , ডুবে যায় প্রতিবার
১৩র ঘরে পোঁছে গেছে আমাদের পাঠাগার।
No comments:
Post a Comment