Monday, 15 August 2022

পুনরাবৃত্ত আত্মকথা

ব্যক্ত অনুভূতি আর অচেনা গল্পের খুনসুটি 

ফিরে আসা দিনগুলোর অন্যরকম ছুটোছুটি 

অকেজো কলমের খসখসে আঁকিবুঁকি

অশ্রুসিক্ত চাহুনিতে হাজারো ডাকাডাকি 


বোকা বনে যাওয়া আজব শহরে দুর্বোধ্য 

আকাশ দেখা নীল চোখেরা আজ অনুরুদ্ধ 

হতাশার বুকে রুখে যাওয়া স্বপ্ন হাজারো শব্দাবলি

থমথমে রাজ্যে শীতল স্নায়ুর ব্যর্থ পুষ্পাঞ্জলি 


প্রত্যহ প্রতিবাদের সংকোচবোধ নিমিত্তে পরিত্যক্ত 

ক্ষয়িষ্ণু অহমিকার ঘোমটকালো মেঘেরা অনুতপ্ত 

পাহাড়িকার মাঝে নবদিগন্তের আবছা আলোরআভা

কৈফিয়তবিহীন নিঝুম চূড়ায়  নতুন কুঁড়ির সভা 

No comments:

Post a Comment

হারানো ছেলেবেলা

আকাশ তুমি সাক্ষী হও অনিবার্ণ অগ্নিসাক্ষী, নদী তুমি হও খরস্রোতা  হও দিবারাত্রি। আমি ঊর্ধ্ব গগনেো তাকিয়ে দেখি কেটে গেছে বহুদিন, অতীতের কথা স্ম...