বাঁকা চোখে লুকিয়ে থাকা দূর পথিকের অচেনা গল্প
রাঙা রোদে ভাঙ্গা ঘরে সুক্ষ্ম চাহুনির নিখুঁত শিল্প,
ঝাপসা আকাশে নরম বাতাসে থামিয়ে থামিয়ে ভাসা
কালচে মাদুরে শক্ত উঠানে প্রাণ স্বচ্ছল গাঢ় প্রত্যাশা।
ঘুমের চাদরে জড়িয়ে থাকা আবছায়া অবেলার স্বপ্ন
বাতাসের হেলুনিতে ঝিরিঝিরি শব্দ এই সন্ধ্যা বেলায়,
চাপা গিরিখাতের বাঁকা পথে প্রস্তরগুলো অবহেলায়
মহাশূন্য পানে তাকিয়ে থাকা উদ্যোমী চোখগুলো প্রহরগুণে।
পিষে যাওয়া হাজারো গল্প হারায় অচিন ঠিকানায়
ভুলে যাওয়া গন্তব্য খুঁজে পায় অন্যকেউ অজ্ঞাতনামায়,
চেতনার সূক্ষ্মতম আবেশে অচেনা ব্যক্তিত্বের উত্থান
চিরায়ত মেঘের মাঝে ঘূর্ণিচক্রের কাব্যিকতার আহ্বান।
রুপালি রোদে চিকচিক করে শহর সকাল সন্ধ্যা সারাবেলা
আজো অজানা কিসের আবেশে আর্দশের সাথে ধূলিখেলা,
ঝিমানো শরীরে রাঙানো আবরণে শত আশার ফুলঝুরি
মাতাল দেহে বেতাল ভালোবাসা ছড়িয়ে দেয় যে মহামারী ।
ঝুলন্ত অস্তিত্বে প্রায়শ্চিত্তের কফিনে ধবধবে কালো দাগ
নিখোঁজে নিভৃতে আড়ালের শত চেষ্টায় প্রচেষ্টার ডালা মেলে,
ঘুমহীন রাত জাগা, নির্ঘুম কল্পনায় খুঁজে বেড়ায় অস্তিত্ব
ব্যস্ততার মহা গ্লানিতে নির্জীব অনুভূতি প্রতিনিয়ত অবনমিত।
No comments:
Post a Comment