Sunday, 4 September 2022

গল্পদাদুর আসর

বহুকাল রবে বলা না বলার শত সম্ভবনার গল্প কাহিনি

তবুও আধারে, গোধূলি লগ্নে বহুকাল ধরে কথাগুলো রটেনি, 

বহুকাল ধরে বহে নিরবধি পুনরাবৃত্ত কল্যাণের সুর

সকাল সন্ধ্যা দুর্বার প্রচেষ্টা পূর্ণ হস্তে যেতে হবে বহুদূর । 


পুরোনো গল্পকাহিনী নতুন করে বলা হলো কতবার

নতুনত্বের ব্যর্থ বোধনে মুখ ফিরিয়ে নেয় যে শতবার, 

জীবনপাতের শেষ লগ্নে তাই গল্পদাদু বড় যে একা

কোলাহলময় গল্পের আসর নাতনি বিহীন ধুধু ফাঁকা । 


ভরা যৌবনে মুখরিত আসরে গল্প শুনতে হুড়োহুড়ি 

মরা বৈশাখে জীবন সায়াহ্নে গল্প শুনাটাই বাড়াবাড়ি , 

সেকালের বসন্তের বিকালে ভীড়ের মাঝে শুনতে হতো গল্প 

অত্যাধুনিক জীবনের ছোঁয়ায় বের হয়েছে কত বিকল্প । 


শূন্যতার মাঝে অতীত যে ডাকে মায়া ভরা আহ্বানে

নব জাগরণ আর বিস্মৃতির দ্বন্দ্বে পড়েছে মাঝখানে, 

নব সৃষ্ট ঐশ্বর্যের ভিড়ে ঐতিহ্য আজ এককোণে  অন্ধকার নীড়ে

আবারো শিকড়ের টানে ফিরবে মানুষ হারাবে গল্পের ভীড়ে। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...