Monday, 3 October 2022

এলোমেলো জীবনপ্রবাহ

দোদুল্যমান পথের নিশানায় উত্তরের পাল দক্ষিণে যায়

দক্ষিণের হাওয়া ঈশানে কোণে গোধূলি হতে অমাবস্যায়, 

ঝুৃম বৃষ্টিতে ঘুম কেটে যায়, আলসেমির আড্ডাখানায়

বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে কল্পনা রাজ্যের খামখেয়ালীপনায়। 


সুপ্রাচীনকাল হতে অচীন পাখির কলরব এ ঝুম বর্ষায়

ক্লান্তি চোখের বারান্দাতে শান্ত হাসির অপেক্ষাতে সবাই, 

ফিরে যায় ঝাঁক ঝাঁক পাখি ক্লান্তিদেহে প্রাপ্তির হাসি নিয়ে

কবি মন করে উশখুশ কল্পনার কালো রং তুলিতে মাখিয়ে। 


নিরবতার নিরবিচ্ছিন্ন সময়ক্ষণ অবিরাম প্রবাহমান

সরবতার মহারণে সদা ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবর্তিকার প্রস্থান, 

প্রেমময় নেতার আহব্বানে ছুটে চলা সমর্থকের ঝাঁক 

ফিরে আসে ব্যর্থ হয়ে বিরোধীর ঘাড়ে দোষ চেপে তাই। 


বিড়বিড়িয়ে ব্যক্ত শব্দ, বেলা শেষে হারিয়ে ফেলে পথ

মুখ লুকিয়ে আড়ালে থাকা পথিক করে নবজাগরণের শপথ, 

গ্লানির সাম্রাজ্যে অবশিষ্ট অনুভূতিটুকু ইশান কোণে যায় অস্তমিত

বঞ্চনার অভিযোগ সঞ্চিত হয়, হয় না যে তা দূরীভূত। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...