Monday, 21 November 2022

স্মৃতির ডায়রিতে আবছায়া সুর

জীবন মরণ সন্ধিক্ষণে কত মানুষ কাটায় প্রহর, 

অপেক্ষমান শহুরের কাছেও অচেনা যে এই শহর। 

আলো আধাঁরের সংমিশ্রণে তৈরি গোধুলির দিগন্ত, 

দুঃখ সুখের অভিজ্ঞতায় আবার আসে যে বসন্ত । 


দূর আকাশের এক কোণে রংধনুরা ছবি আকেঁ, 

মমতাময়ীর সব স্বপ্ন বালকের মনে দাগ কাটে। 

দূর আকাশের দূরবীনে তে কেউ তারকারাজি খুঁজে,  

কেউবা ঐ তারকার মাঝেই জীবনের ব্যাখ্যা খুঁজে। 


নতুনের গানে, নতুনের টানে নতুন আলোর প্রত্যাশায়, 

কঠোর পরিশ্রম, অক্লান্ত  চিন্তা শ্রেষ্ঠত্বের লাভের আশা । 

পুরোনো স্মৃতিগুলো হাসায় পুরোনো স্মৃতিগুলো কাঁদায়, 

পুরোনো স্মৃতিগুলোকে পিছনে ফেলে বর্তমান এগিয়ে যায়। 


আকাশ পাণে তাকিয়ে দেখি মহা ক্লান্তিতে আছি আমি, 

সময় আর অর্থের পিছনে ছুটে ভুলে গেছি যে জীবনটা দামি। 

আলো ছায়ার বর্ণ মাঝে প্রকৃতি সাজে আপন সাজে, 

কিন্তু যান্ত্রিক শহুরে মানুষেরা ছুটে চলে যে যার কাজে।  

No comments:

Post a Comment

হারানো ছেলেবেলা

আকাশ তুমি সাক্ষী হও অনিবার্ণ অগ্নিসাক্ষী, নদী তুমি হও খরস্রোতা  হও দিবারাত্রি। আমি ঊর্ধ্ব গগনেো তাকিয়ে দেখি কেটে গেছে বহুদিন, অতীতের কথা স্ম...