Saturday, 14 January 2023

ভাবনারও দ্রুত লয়ে

কখনো নির্জনতায় স্তদ্ধ হওয়া চঞ্চলতার অভ্যাস

অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা জনতার দীর্ঘশ্বাস,

যদিও শুভাকাঙ্ক্ষীদের দীর্ঘ অপেক্ষার অবসান

পরিশুদ্ধতার যুদ্ধে আজ পরাক্রমশালীর উত্থান।


প্রাণোচ্ছল উপলক্ষ্যগুলো মসৃণ তবু অসংগতিপূর্ণ প্রতিবার

দিকবিদিক জমকালো ফিরিঙ্গির মাঝেও নিকষকালো অন্ধকার,

শূন্যের মাঝেও পূর্ণতার সমূহ সম্ভবনা ছড়িয়ে ছিটিয়ে রয়

সত্যের দিশা পাওয়া বিষণ্ণ পথিকের নেই কোনো ভয়।


শুভ্র কৃষ্ণের সংমিশ্রণে দোদুল্যমান পরিস্থিতির উদ্ভব

নিরপেক্ষ পদক্ষেপে বিবাদমান  সংকট সমাধান অসম্ভব,

ধ্রুবতারা ঝলকানিতে ঝিকিমিকি ছন্দের বিকিরণ

ঝলসানো চাঁদের আলোয় মিলেনা অনেক সমীকরণ।


তবুও নিখাদ সরলতায় শুদ্ধতা অর্জনের মানবিক প্রত্যাশা

তবুও লৌকিকতার চরম শিখরে বসেও অমায়িকতার আশা,

আশায় যেন না পড়ে গুড়েবালি নিরামিষ অন্ধকার

আলোর বিচ্ছুরণে থামবে প্রহসন, বিজয় সরলতার।  

Wednesday, 4 January 2023

জীবনের এই অবেলায়

মন খারাপের দিন গুলিতে একলা থাকতে মানা 

মন খারাপের সময়গুলো জীবনের মাত্র দুইআনা, 

জীবন নামের এই গল্পতে হয় না তুমি দুঃখী 

দুঃখবিলাস রাজত্ব করে মানুষগুলোকে করো সুখী । 


সুখী মানুষদের  ভিড়ে পড়ে তুমি হারাইয়া যাবা দুঃখ

ভালো লাগার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ হোক যতই সূক্ষ্ম,

সূক্ষ্ম সূক্ষ্ম জীবনাচরণে রুক্ষ রুক্ষ অভিজ্ঞতার সমাবেশ

দুঃখ পেরিয়ে সুখের রাজত্ব ফিরে আসে তবু থেকে যায় তার রেশ। 


রেশ কাটিয়ে ঘোর অমাবস্যায় চিন্তিত মন অন্যমনস্ক

জীবনের হরেক খেলায় প্রকৃত সুখ হয় না কখনো বিশ্বস্ত, 

তবু শিকড়কে আঁকড়ে ধরে বিশ্বাস করতে মানুষ অভ্যস্ত

বিশ্বাসে মেলায় বস্তু তবু মানুষ তর্কা তর্কীতে সিদ্ধহস্ত। 


তর্কাতর্কীর এই দুনিয়ায় জীবন নিয়ে মানুষ বড়ই উদাসীন

সত্যের মোকাবেলায়  ভীরু মানুষ স্বার্থের ব্যাপারে দ্বিধাহীন,

দ্বিধাদ্বন্দের যন্ত্রণাতে বেলাশেষে ক্লান্ত মানুষেরা আজ ক্ষান্ত

মৃত্যুব্যতীত শত শঙ্কিত প্রাণগুলো কভু হয় না একটু শান্ত। 

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...