Saturday, 14 January 2023

ভাবনারও দ্রুত লয়ে

কখনো নির্জনতায় স্তদ্ধ হওয়া চঞ্চলতার অভ্যাস

অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা জনতার দীর্ঘশ্বাস,

যদিও শুভাকাঙ্ক্ষীদের দীর্ঘ অপেক্ষার অবসান

পরিশুদ্ধতার যুদ্ধে আজ পরাক্রমশালীর উত্থান।


প্রাণোচ্ছল উপলক্ষ্যগুলো মসৃণ তবু অসংগতিপূর্ণ প্রতিবার

দিকবিদিক জমকালো ফিরিঙ্গির মাঝেও নিকষকালো অন্ধকার,

শূন্যের মাঝেও পূর্ণতার সমূহ সম্ভবনা ছড়িয়ে ছিটিয়ে রয়

সত্যের দিশা পাওয়া বিষণ্ণ পথিকের নেই কোনো ভয়।


শুভ্র কৃষ্ণের সংমিশ্রণে দোদুল্যমান পরিস্থিতির উদ্ভব

নিরপেক্ষ পদক্ষেপে বিবাদমান  সংকট সমাধান অসম্ভব,

ধ্রুবতারা ঝলকানিতে ঝিকিমিকি ছন্দের বিকিরণ

ঝলসানো চাঁদের আলোয় মিলেনা অনেক সমীকরণ।


তবুও নিখাদ সরলতায় শুদ্ধতা অর্জনের মানবিক প্রত্যাশা

তবুও লৌকিকতার চরম শিখরে বসেও অমায়িকতার আশা,

আশায় যেন না পড়ে গুড়েবালি নিরামিষ অন্ধকার

আলোর বিচ্ছুরণে থামবে প্রহসন, বিজয় সরলতার।  

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...