মন খারাপের দিন গুলিতে একলা থাকতে মানা
মন খারাপের সময়গুলো জীবনের মাত্র দুইআনা,
জীবন নামের এই গল্পতে হয় না তুমি দুঃখী
দুঃখবিলাস রাজত্ব করে মানুষগুলোকে করো সুখী ।
সুখী মানুষদের ভিড়ে পড়ে তুমি হারাইয়া যাবা দুঃখ
ভালো লাগার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ হোক যতই সূক্ষ্ম,
সূক্ষ্ম সূক্ষ্ম জীবনাচরণে রুক্ষ রুক্ষ অভিজ্ঞতার সমাবেশ
দুঃখ পেরিয়ে সুখের রাজত্ব ফিরে আসে তবু থেকে যায় তার রেশ।
রেশ কাটিয়ে ঘোর অমাবস্যায় চিন্তিত মন অন্যমনস্ক
জীবনের হরেক খেলায় প্রকৃত সুখ হয় না কখনো বিশ্বস্ত,
তবু শিকড়কে আঁকড়ে ধরে বিশ্বাস করতে মানুষ অভ্যস্ত
বিশ্বাসে মেলায় বস্তু তবু মানুষ তর্কা তর্কীতে সিদ্ধহস্ত।
তর্কাতর্কীর এই দুনিয়ায় জীবন নিয়ে মানুষ বড়ই উদাসীন
সত্যের মোকাবেলায় ভীরু মানুষ স্বার্থের ব্যাপারে দ্বিধাহীন,
দ্বিধাদ্বন্দের যন্ত্রণাতে বেলাশেষে ক্লান্ত মানুষেরা আজ ক্ষান্ত
মৃত্যুব্যতীত শত শঙ্কিত প্রাণগুলো কভু হয় না একটু শান্ত।
No comments:
Post a Comment