Tuesday 21 February 2023

অনিন্দ্য সুন্দর গল্পের প্রস্তাবনা

ভোরের আলোতে কুসুম কুসুম কুয়াশায় নতুন গল্পের প্রস্তাবনা

মহাআয়োজনে উঠানে আরম্ভ হলো অনিন্দ্য সুন্দরের উপস্থাপনা,

ঐতিহ্যের সাথে ঐশ্বর্যের মিশেলে দ্রুতলয়ে এগিয়ে চলা প্রবাহ

জ্ঞান আহরণে শহরের উদ্যানে সৃষ্ট হলো নতুন বাঁকের আবহ।


সুরের ঝংকারের স্তিমিত আবর্তনে দিকহারা মূর্ছনায়

একপা দুপা করে এগিয়ে চলা সুপ্ত হৃদয়ের কল্পনায়,

দুঃখের চাদরে প্রশান্তি আবরণে কেটে যায় কিছু কাল

তীব্র অনুরণনে নিশ্চিহ্ন ঐতিহ্য, অন্ধকারে অন্তর্জাল।


তবু খড়কুটোরকে আকড়ে নবদিগন্তের পথে পথচলা

নির্ভীক সৈনিক সাহসিকতার সাথে অতিক্রান্ত সারাবেলা,

সুন্দর ভবিষ্যতের দীপ্ত আশায় খানিকটা সুখের উপকরণ

নতুন প্রহরে অবচেতন মনে শত প্রত্যাশার সমীকরণ।


অনিন্দ্য সুন্দর গল্পের মাঝে অল্প বেখেয়ালির উত্থান

কর্মব্যস্ত জীবনের মাঝে স্বল্প সুরের অব্যক্ত অভিধান,

হঠাৎ কোনো ঝাপসা আলোয় সৃজিত নতুন গল্পের মোড়

সহস্র আশা যুক্ত হলো প্রাণে, জীবনে এলো নতুন ঘোর।

Monday 13 February 2023

হারানো প্রতাপের দীর্ঘশ্বাস

আধো হাসির মূর্ছনায় চিন্তিত নগরী জোর বর্যায় অন্ধকার

অথৈই জলরাশিতে বেঁচে থাকার আশাতে জীবনে লাগছে চমৎকার, 

খুব ভোরে, রাত্রের শেষ প্রান্তরে ঘুমুতে যাওয়ার অভ্যাস

চিন্তিত সদা উজ্জীবিত প্রভা নিভু নিভু হয়ে করে বসবাস। 


টানা গল্পের মাঝে প্রিয়জনকে খুঁজে একা একা ফেলে দীর্ঘশ্বাস

দূর ভবিষ্যতের নেশায় বাস্তবতাকে ভুলে বিলাসিতায় বিশ্বাস

ক্ষমাসুন্দর দৃষ্টিতে নির্মল হাসির পিছনে শত দুঃখ গাঁথার উপখ্যান, 

মিছে অভিনয়ে পটু হওয়া অভিনেতাকে আজ বাস্তবতা করেছে প্রত্যাখান।  


সুদিনে বসন্তের কোকিলের আনাগোনায় কলরবের ছড়াছড়ি 

আজ এই শেষবেলায় শুভাকাঙ্খীর চিন্তা করাই বাড়াবাড়ি, 

সুদিনে দাম্ভিকতার প্রতাপে চারপাশের মানুষদের নিয়ে ভুল সিদ্ধান্তের মহামারি

অপরিবর্তনশীল সময়ের ধারায় পুনরায় প্রায়শ্চিত্তের কথা চিন্তা করে আহাজারি। 


মুহূর্তের মধ্যে থমকে যাওয়া আবছা আলোয় অনুতপ্ত প্রাণ

অক্ষমতার চূড়ান্ত সময়ে আপ্রাণ গাইতে চাওয়া সংশোধনের গান, 

ফিরে আসার অসংখ্য সুযোগকে অবজ্ঞায় ফেলে দেওয়ায় নিজের প্রতিই অভিমান

তবুও বাস্তবতাকে দেখে  তরুণরা  অনাগত নির্মমতার ব্যাপারে হতে পারে সাবধান। 

Monday 6 February 2023

স্বকীয়তার পদচারণা

নিরিবিলি চারিপাশ অনুজ্জ্বল প্রতিভার অপেক্ষমান পর্যবেক্ষণ 

সূচনার শুরুতে অচেনা চেহারাতে সম্ভাবনাময়ী অনুরণ, 

ধীরে ধীরে বয়ে চলা প্রবাহের আলোকে মানিয়ে নেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা 

সবকিছু ঠিকঠাক তবুও অল্প চোখের জ্যোতিতে এগিয়ে থাকতে অপারগতা। 


ঘুমহীন রাজ্য বিবর্ণ জনপথ, আবছা আলোয় দেখায় বিদঘুটে

এলোমেলো চেহারা সুবৃহৎ প্রহরায় কালচে মুহুর্তে প্রতিত্তুরগুলো বেশ চটপটে, 

নীলীমার নীলাচলে শুষ্ক দিনগুলোতে পরিশ্রম আর সাহসিকতার প্রশংসা

মাস ঘুরিয়ে চলে যাওয়া পূর্ণিমা শেষে হঠাৎ আসে অমাবস্যা। 


ঘুটঘুটে অন্ধকার আর একাকীত্বের অভিশাপ ছাপিয়ে বিজয় অর্জন

বিজয়ীর বেশে চলাচল তবু পুরোনো দিনের কথা অনুধাবন, 

সুখে দুঃখে একসাথে থাকার প্রচেষ্টা, তাই সাধ্যের মধ্যে যত আয়োজন

খোলা চত্বরে কোনো এক বিকেলে দেখা দিলো কান্না জড়ানো হাসির প্রয়োজন। 


হাজারো সমীকরণ সমাধান করেও আজ সামনে নতুন যোজন বিয়োজন

জীবনের নানা শাখা প্রশাখা পেরিয়ে পুনরায় সৃষ্ট জটিল আয়নকে সমর্থন, 

শত সাফল্যের সাথে প্রবাহমান জীবন হালকা হতাশামণ্ডিত কিংবা উদাসীন

স্বকীয়তার বেড়াজালে জীবনের নতুন রঙ লাগানোয় আজ অবিরত উদযাপন। 

সাঁঝবেলায় জোনাকিদের গল্প

জোনাকির আলোয় লেখা অমাবস্যার গানে ফুটে উঠে বিরহ জেনে কিংবা না জেনে বলা দুঃখবিলাস মিলে যায় প্রত্যহ, জল ছিটানো ফোয়ারার মতন সাময়িক স্নিগ্ধতা আসে...