ভোরের আলোতে কুসুম কুসুম কুয়াশায় নতুন গল্পের প্রস্তাবনা
মহাআয়োজনে উঠানে আরম্ভ হলো অনিন্দ্য সুন্দরের উপস্থাপনা,
ঐতিহ্যের সাথে ঐশ্বর্যের মিশেলে দ্রুতলয়ে এগিয়ে চলা প্রবাহ
জ্ঞান আহরণে শহরের উদ্যানে সৃষ্ট হলো নতুন বাঁকের আবহ।
সুরের ঝংকারের স্তিমিত আবর্তনে দিকহারা মূর্ছনায়
একপা দুপা করে এগিয়ে চলা সুপ্ত হৃদয়ের কল্পনায়,
দুঃখের চাদরে প্রশান্তি আবরণে কেটে যায় কিছু কাল
তীব্র অনুরণনে নিশ্চিহ্ন ঐতিহ্য, অন্ধকারে অন্তর্জাল।
তবু খড়কুটোরকে আকড়ে নবদিগন্তের পথে পথচলা
নির্ভীক সৈনিক সাহসিকতার সাথে অতিক্রান্ত সারাবেলা,
সুন্দর ভবিষ্যতের দীপ্ত আশায় খানিকটা সুখের উপকরণ
নতুন প্রহরে অবচেতন মনে শত প্রত্যাশার সমীকরণ।
অনিন্দ্য সুন্দর গল্পের মাঝে অল্প বেখেয়ালির উত্থান
কর্মব্যস্ত জীবনের মাঝে স্বল্প সুরের অব্যক্ত অভিধান,
হঠাৎ কোনো ঝাপসা আলোয় সৃজিত নতুন গল্পের মোড়
সহস্র আশা যুক্ত হলো প্রাণে, জীবনে এলো নতুন ঘোর।