আধো হাসির মূর্ছনায় চিন্তিত নগরী জোর বর্যায় অন্ধকার
অথৈই জলরাশিতে বেঁচে থাকার আশাতে জীবনে লাগছে চমৎকার,
খুব ভোরে, রাত্রের শেষ প্রান্তরে ঘুমুতে যাওয়ার অভ্যাস
চিন্তিত সদা উজ্জীবিত প্রভা নিভু নিভু হয়ে করে বসবাস।
টানা গল্পের মাঝে প্রিয়জনকে খুঁজে একা একা ফেলে দীর্ঘশ্বাস
দূর ভবিষ্যতের নেশায় বাস্তবতাকে ভুলে বিলাসিতায় বিশ্বাস
ক্ষমাসুন্দর দৃষ্টিতে নির্মল হাসির পিছনে শত দুঃখ গাঁথার উপখ্যান,
মিছে অভিনয়ে পটু হওয়া অভিনেতাকে আজ বাস্তবতা করেছে প্রত্যাখান।
সুদিনে বসন্তের কোকিলের আনাগোনায় কলরবের ছড়াছড়ি
আজ এই শেষবেলায় শুভাকাঙ্খীর চিন্তা করাই বাড়াবাড়ি,
সুদিনে দাম্ভিকতার প্রতাপে চারপাশের মানুষদের নিয়ে ভুল সিদ্ধান্তের মহামারি
অপরিবর্তনশীল সময়ের ধারায় পুনরায় প্রায়শ্চিত্তের কথা চিন্তা করে আহাজারি।
মুহূর্তের মধ্যে থমকে যাওয়া আবছা আলোয় অনুতপ্ত প্রাণ
অক্ষমতার চূড়ান্ত সময়ে আপ্রাণ গাইতে চাওয়া সংশোধনের গান,
ফিরে আসার অসংখ্য সুযোগকে অবজ্ঞায় ফেলে দেওয়ায় নিজের প্রতিই অভিমান
তবুও বাস্তবতাকে দেখে তরুণরা অনাগত নির্মমতার ব্যাপারে হতে পারে সাবধান।
No comments:
Post a Comment