Monday, 6 February 2023

স্বকীয়তার পদচারণা

নিরিবিলি চারিপাশ অনুজ্জ্বল প্রতিভার অপেক্ষমান পর্যবেক্ষণ 

সূচনার শুরুতে অচেনা চেহারাতে সম্ভাবনাময়ী অনুরণ, 

ধীরে ধীরে বয়ে চলা প্রবাহের আলোকে মানিয়ে নেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা 

সবকিছু ঠিকঠাক তবুও অল্প চোখের জ্যোতিতে এগিয়ে থাকতে অপারগতা। 


ঘুমহীন রাজ্য বিবর্ণ জনপথ, আবছা আলোয় দেখায় বিদঘুটে

এলোমেলো চেহারা সুবৃহৎ প্রহরায় কালচে মুহুর্তে প্রতিত্তুরগুলো বেশ চটপটে, 

নীলীমার নীলাচলে শুষ্ক দিনগুলোতে পরিশ্রম আর সাহসিকতার প্রশংসা

মাস ঘুরিয়ে চলে যাওয়া পূর্ণিমা শেষে হঠাৎ আসে অমাবস্যা। 


ঘুটঘুটে অন্ধকার আর একাকীত্বের অভিশাপ ছাপিয়ে বিজয় অর্জন

বিজয়ীর বেশে চলাচল তবু পুরোনো দিনের কথা অনুধাবন, 

সুখে দুঃখে একসাথে থাকার প্রচেষ্টা, তাই সাধ্যের মধ্যে যত আয়োজন

খোলা চত্বরে কোনো এক বিকেলে দেখা দিলো কান্না জড়ানো হাসির প্রয়োজন। 


হাজারো সমীকরণ সমাধান করেও আজ সামনে নতুন যোজন বিয়োজন

জীবনের নানা শাখা প্রশাখা পেরিয়ে পুনরায় সৃষ্ট জটিল আয়নকে সমর্থন, 

শত সাফল্যের সাথে প্রবাহমান জীবন হালকা হতাশামণ্ডিত কিংবা উদাসীন

স্বকীয়তার বেড়াজালে জীবনের নতুন রঙ লাগানোয় আজ অবিরত উদযাপন। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...