আলো আবছায়ায় জর্জরিত জীবন অসহ্য যন্ত্রণাময়
মেঘের কোণে জমে থাকা বিরহে জড়তার সৃষ্টি হয়,
শেষ ডাকে প্রশ্নহীন মুহুর্ত, স্বপ্নগুলো মুহূর্তেই অদৃশ্য
সামান্য বেখেয়ালিপনা সীমাহীন প্রান্ত পর্যন্ত সবকিছু ভষ্ম।
আওয়াজহীন কথাগুলোতে তিক্ত আর্তনাদের সমাহার
অচীন কোনো রাজত্বের মাঝে অনুভূতির উপসংহার
শীতল বায়ুতে বিদ্ধ দেহ আজ রক্তহীন জমাটবদ্ধ
বেঁচে থাকার সমস্ত কারণ আজ অনাগত জীবনে সীমাবদ্ধ।
নদীর একূল ভাঙ্গিয়া ওকূল গড়ে ভেঙে ঝরে যায় গল্পগুলো
বিস্তৃত শহরে নিরাপত্তা অজুহাতে সম্ভাবনাগুলো হারিয়ে গেলো,
শহর থেকে দূরে নতুন কোনো সুরে নতুন সম্ভাবনার আলোড়ন
একসাথে বাঁচার সুদৃঢ় প্রত্যয় নিয়ে চলার পথে ফিরে আসা প্রহসন।
চঞ্চলতার মাঝে স্থিরতার অবলোকন শ্বাশতের নীরবতা
শান্ত দিনের নিরীহ অনুভুতি নিয়ে লিখে ফেলা বিচ্ছিন্ন কবিতা,
হঠাৎ কোনো এক বিকেলে মধ্য গগনের মসৃণ সামাজিকতা
গল্পের পুনরায় মঞ্চায়ন, অপেক্ষামান স্টেশন দাড়িয়ে থাকার বাধ্যতা।
No comments:
Post a Comment