Saturday, 11 March 2023

অসমাপ্ত গল্পের ব্যর্থ পরিসমাপ্তি

নতুন নতুন মোড়কে পুরনো আলাপগুলো, এক গুচ্ছ অভিমান

শেষ সকালে একটু ছায়ার আশায় প্রণয়ের ব্যাপারগুলো অসমান, 

কুয়াশায় একা পথ চলা পথিক, পিছন ফিরিয়ে তাকায় অবহেলায়

শান্ত স্বভাবের পথিকের ক্লান্ত দেহ ফিরে যেতে চায় ছোটবেলায়। 


ছোটবেলার স্মৃতিতে দিঘীর পাড়ে বকুল ফুলের গন্ধে মুখরিত চারিপাশ

পুরনো ডায়রিতে মুছে ফেলা গল্পতে নিজেকে মুখ লুকিয়ে কান্নার অভ্যাস, 

রোদ ওঠা দুপুরে, দ্রুতগামী উপশহরে এককোণে দাড়িয়ে থাকা বেমানান

অপরিচিত আলোতে ভালো থাকার আশাতে আঁকড়ে ধরে এক মুঠো সম্মান। 


গল্পের আসরে থেমে থাকা প্রহরে মেঘ বালকদের আকুতি হারিয়ে যায়

হন্নে হয়ে ছুটে বেরিয়ে ক্লান্ত হৃদয়ে শেষ বাসে নিজেকে খুঁজে বেড়ায়, 

অচেনা গলিতে চেনা মানুষের সাথে দেখায় পুনরায় বিভোর পুরনো স্বপ্নে

তবু বর্তমানকে ছাড়া যায় না, তাই আবারও মৃত স্বপ্নভাসে বুকের গহীনে। 


গল্পগুলো বর্ণনাতীত বিশাল, হাপিত্যেশ উঠে বলতে বলতে এই আসরে

গল্প সমাপ্ত করতে গল্পকার ব্যর্থ, অসমাপ্ত গল্পের হয় না কোন পরিসমাপ্তি, 

হৃদয়ের মধ্যে বেদনার নিবিড় অন্ধকারে নিঃস্ব স্বপ্নরাজ্য শীতল বাতাসে 

শেষ প্রহরে স্টেশন একা দাড়িয়ে আবারো আলাপন, গল্পের নেশার সুবাসে।

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...