Thursday, 27 April 2023

আমাদের পরিবেশ পরিচিতি সমাজবিজ্ঞান

কিছু কথা রয়ে যায়, কিছু কথা এলোমেলো, গল্পের আলোকে

কিছু রাত অতিদীর্ঘ অসহ্য যন্ত্রণার, কিছু প্রহর চলে যায় পলকে,

অর্থ নামক মাদকাসক্তের নেশায় পড়ে ছুটে চলা পথিক আজ অজ্ঞান

তুলনা তুলনা এবং তুলনা সমৃদ্ধ আমাদের পরিবেশ পরিচিতি সমাজবিজ্ঞান।


যে সমাজে ভালোবাসার দাম নেই, মূল্যহীন মানবতা

যে সমাজ শুধু অনুসরণ করতে জানে, রাজ্যজুড়ে নিরবতা,

সত্যকে ধারণ করতে সদা করে ভয়, থমকে দাঁড়ায় কবিতা

মিথ্যের আশ্রয়ে চোরের বড় গলা, তাই নিয়ে শত দাম্ভিকতা।


সমাজে আজ সুবোধ বালকের হাহাকার, চারদিকে আত্মকেন্দ্রিক ব্যস্ততা

শহরে অন্ধকার ল্যাম্প পোস্টের আড়ালে হারিয়ে গেছে মানবতা,

অযথা আকাঙ্ক্ষা আর স্বার্থের বাড়াবাড়িতে কেটে যায় পুরোটা সময়

স্বার্থপর মানুষের স্বার্থ হাসিলের বস্তুু হয়ে জীবন ক্ষণে ক্ষণে বেদনাময়।


চিরকাল ধরে স্বার্থলোভীদের নির্মম মৃত্যু তাকিয়ে দেখে গোটা সমাজ

তবুও মিটে না অর্থের লোভ, মনুষ্যত্বহীন মানুষের স্বার্থের ঝাঁজ,

তবু বর্ণনাতীত কষ্টের মাঝে টিকে থাকে মাজলুম জীবনের তাগিদে

নীরবে আকড়ে ধরে ঘুণে ধরা সমাজকে, আগলে রাখে বিপদে আপদে। 

Tuesday, 11 April 2023

বুদ্ধিবৃত্তিকের আয়নাতে ভিন্ন দৃষ্টিভঙ্গি

উত্তাল সমুদ্রের প্রতাপ তার চেয়ে বেশি দিশেহারা কেউ 

ঘুমন্ত রোদ্দুরে অকেজো দম্ভ পথহারা পথিকের ঢেউ,

ক্ষুদ্র ক্ষুদ্র আলোড়ন আর ছিন্ন ভিন্ন প্রচেষ্টার আবহ

দগ্ধ শব্দের বিস্বাদময় উচ্চারণ নির্মম আঘাতের প্রবাহ।


লুকায়িত শব্দে আবৃত মর্মার্থ উদ্ধার করা খানিকটা দুরূহ

অকারণে অবহেলার চাদরে ঢাকা রাজার রাজ্যজুড়ে বিরহ,

ঝিমানো সৈনিকের মেদভরা শরীরে বিদ্রোহের স্ফুলিঙ্গন শূন্য

নকশাবিহীন ডায়রিতে বুদ্ধিবৃত্তিকের আয়নাতে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন।


পুরোনো ইঞ্জিনের অপ্রিয় গর্জনে ঢেকে পড়ে যায় আর্তনাদ

একপশলা বৃষ্টির পর হঠাৎ বয়ে যাওয়া ঝড় সবকিছু হয় বরবাদ,

মিথ্যে বুলির সমারহে উচ্চাকাঙ্খীরা বারংবার ঠকে হয়ে যায় উদাসীন

অসময়ের আড্ডাতে বেলা গড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা হয় প্রতিদিন।


ঝিমঝিম করা মাথাগুলো আজ ঝিমুনি দেয় খোলা প্রান্তরে

অসীম অনন্তে কড়া রোদ্দুরে অবুঝ বালকেরা খেলা করে,

নিরবিচ্ছিন্ন ক্রন্দনে হাহাকার করা আলোড়নে থমকে দাঁড়ানো জানালা

কৃষ্ণপক্ষের অন্ধকারে প্রায়শ্চিত্তের প্রহরে অতৃপ্ত হ্রদয় করে ছলনা।

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...