Thursday, 27 April 2023

আমাদের পরিবেশ পরিচিতি সমাজবিজ্ঞান

কিছু কথা রয়ে যায়, কিছু কথা এলোমেলো, গল্পের আলোকে

কিছু রাত অতিদীর্ঘ অসহ্য যন্ত্রণার, কিছু প্রহর চলে যায় পলকে,

অর্থ নামক মাদকাসক্তের নেশায় পড়ে ছুটে চলা পথিক আজ অজ্ঞান

তুলনা তুলনা এবং তুলনা সমৃদ্ধ আমাদের পরিবেশ পরিচিতি সমাজবিজ্ঞান।


যে সমাজে ভালোবাসার দাম নেই, মূল্যহীন মানবতা

যে সমাজ শুধু অনুসরণ করতে জানে, রাজ্যজুড়ে নিরবতা,

সত্যকে ধারণ করতে সদা করে ভয়, থমকে দাঁড়ায় কবিতা

মিথ্যের আশ্রয়ে চোরের বড় গলা, তাই নিয়ে শত দাম্ভিকতা।


সমাজে আজ সুবোধ বালকের হাহাকার, চারদিকে আত্মকেন্দ্রিক ব্যস্ততা

শহরে অন্ধকার ল্যাম্প পোস্টের আড়ালে হারিয়ে গেছে মানবতা,

অযথা আকাঙ্ক্ষা আর স্বার্থের বাড়াবাড়িতে কেটে যায় পুরোটা সময়

স্বার্থপর মানুষের স্বার্থ হাসিলের বস্তুু হয়ে জীবন ক্ষণে ক্ষণে বেদনাময়।


চিরকাল ধরে স্বার্থলোভীদের নির্মম মৃত্যু তাকিয়ে দেখে গোটা সমাজ

তবুও মিটে না অর্থের লোভ, মনুষ্যত্বহীন মানুষের স্বার্থের ঝাঁজ,

তবু বর্ণনাতীত কষ্টের মাঝে টিকে থাকে মাজলুম জীবনের তাগিদে

নীরবে আকড়ে ধরে ঘুণে ধরা সমাজকে, আগলে রাখে বিপদে আপদে। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...