Tuesday, 11 April 2023

বুদ্ধিবৃত্তিকের আয়নাতে ভিন্ন দৃষ্টিভঙ্গি

উত্তাল সমুদ্রের প্রতাপ তার চেয়ে বেশি দিশেহারা কেউ 

ঘুমন্ত রোদ্দুরে অকেজো দম্ভ পথহারা পথিকের ঢেউ,

ক্ষুদ্র ক্ষুদ্র আলোড়ন আর ছিন্ন ভিন্ন প্রচেষ্টার আবহ

দগ্ধ শব্দের বিস্বাদময় উচ্চারণ নির্মম আঘাতের প্রবাহ।


লুকায়িত শব্দে আবৃত মর্মার্থ উদ্ধার করা খানিকটা দুরূহ

অকারণে অবহেলার চাদরে ঢাকা রাজার রাজ্যজুড়ে বিরহ,

ঝিমানো সৈনিকের মেদভরা শরীরে বিদ্রোহের স্ফুলিঙ্গন শূন্য

নকশাবিহীন ডায়রিতে বুদ্ধিবৃত্তিকের আয়নাতে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন।


পুরোনো ইঞ্জিনের অপ্রিয় গর্জনে ঢেকে পড়ে যায় আর্তনাদ

একপশলা বৃষ্টির পর হঠাৎ বয়ে যাওয়া ঝড় সবকিছু হয় বরবাদ,

মিথ্যে বুলির সমারহে উচ্চাকাঙ্খীরা বারংবার ঠকে হয়ে যায় উদাসীন

অসময়ের আড্ডাতে বেলা গড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা হয় প্রতিদিন।


ঝিমঝিম করা মাথাগুলো আজ ঝিমুনি দেয় খোলা প্রান্তরে

অসীম অনন্তে কড়া রোদ্দুরে অবুঝ বালকেরা খেলা করে,

নিরবিচ্ছিন্ন ক্রন্দনে হাহাকার করা আলোড়নে থমকে দাঁড়ানো জানালা

কৃষ্ণপক্ষের অন্ধকারে প্রায়শ্চিত্তের প্রহরে অতৃপ্ত হ্রদয় করে ছলনা।

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...