Wednesday, 20 September 2023

ফেলে আসা প্রাপ্তির ঝাপসা সমাপ্তি

মনোরম পরিবেশে মুখোরিত মানুষের মহিমায় মলাটবদ্ধ মায়া

মৃদু মনোযোগেও মুহুর্তের মধ্যে সমস্যা সমাধানে সবার মধ্যে সেরা,

মায়া ভাবে মায়া হাসে, মোড়লের আসনে মায়া বসেও অপ্রাপ্তির আস্ফালন

মলাটবদ্ধ জঞ্জালযুক্ত শহরে অকারণে গৌরবের ঝলকানি নিষ্প্রয়োজন।


ফুরিয়ে আসা প্রদীপের পাশে ফুলদানিতে অফুটন্ত একমুঠো গোলাপ

ফুলার রোডের ফুটপাতে দাড়িয়ে বার্লিন দুর্গের পতন নিয়ে চলে সংলাপ,

ফেলে আসা মফস্বলে ফেলনা বানানো বইগুলোতে উইপোকা করেছে ফুঁটো

ফেরারি আসামী হয়ে ছোটা শহুরেদের মাঝে থেকে আয়ুষ্কাল হয়ে গেছে ছোটো। 


ঝিম ধরা শরীরে ঝাপসা হয়ে যাওয়া চোখে হঠাৎ ঝলকানিতে চমৎকৃত চারিপাশ

ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকা তরুণ, নতুন উদ্যমে সবকিছু শুরু করার দেয় আভাস,

ঝটিকা সফরে সন্ধ্যাকালীন আড্ডার চক্করে পড়ৈ কেটে গেছে বহুকাল

ঝিকিমিকি করা জোনাকির আলোয় ঝাপটা মারা বাতাসে হয়ে গেছে সকাল।


স্নিগ্ধতার পরশ বুলিয়ে ঘুম পাড়ানো দাদুর কোলে কেটে গেছে ছেলেবেলা  

সমাজের লাল নীল দীপাবলির চক্করে পড়ে বারবার জীবনে আসে অবহেলা,

সৈনিকের মতন গাঁ ঝাড়া দিয়ে আবারো উঠে দাঁড়ানোর হাজারখানেক কাহিনী

সমাপ্তির নির্মমতায় রাতের আঁধারে একলা দাঁড়িয়েও আজ নিজেকে বোঝেনি। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...