Monday, 9 October 2023

নিকষকালো যন্ত্রণায় ফিরে আসা স্মৃতি

ফিরে আসে ফিরিঙ্গির দল ফর্সা আলোয় ফেরারি হয়ে ফুলতলীতে বাসা বাঁধে

ফসকে যাওয়া সুযোগগুলো আঁকড়ে না ধরতে পারার আফসোসে কান্না আসে,

ফটক পেরিয়ে বিশাল অবয়ব, সুক্ষ্ম বিলম্বে হাতছাড়া হয়ে মুখ ফসকে ঝরে পরে ক্ষোভ

ফিরতি বাসে ফেরত এসে জীবনের প্রয়োজনে নতুন স্বপ্ন আসে তেপান্তরের পানে।


শীর্ণ অস্তিত্ব উতপ্ত, বিছিন্ন মস্তিষ্ক ক্ষোভ ছড়িয়ে পুনরায় হয় ধড়ে প্রতিস্থাপিত

শিউরে উঠা নিশ্বাসগুলোকে কিছুক্ষণ শ্বাসরোধ করে ,হয় অস্থায়ী প্রশান্তি অনুভূত,

শিশির কণার বিন্দু বিন্দু জলের মতন রক্তের ফোঁটার স্থলন যন্ত্রণাকে করে প্রশমিত

শ্যাওলা জমা হৃদপিণ্ডে প্রচন্ড চাপে বিশৃঙ্খল ধমনী চাপ পথ চলাকে করে স্থিমিত।


নিকষকালো অন্ধকারে নিলীমায় ধীর হয়ে আসা মেঘগুলো নোঙর তুলে

নিদ্রার ঘোরে নেমে আসা পায়রারা অসীমে যাওয়ার নেশায় আবারো ডানা মেলে,

নিরিবিলি পার হয়ে যায় সময়, দুঃখ যন্ত্রণাবোধ, অকারণে ক্রোধ এই ভুবনে

নীলিমার নীল কালো হয়, তবুও অপ্রত্যাশিত সম্ভাবনার ঝিলিক এই শহরে


সাফল্যের বেড়াজালে দুই যুগ পরেও নিজেকে চেনার সময় হয়ে উঠে না

সময়ের মায়াজালে বহু প্রহর কেটে যায় তবুও নিজেকে নিয়ে ভাবা হয় না,

সকালের তাপবিহীন রোদ মেখে ভাবনা শুরু হয় কিন্তু জীবনের হিসাব তো মিলে না

সেরা স্মৃতি নিয়ে লেখা গল্পের ভূমিকা লেখা শেষ হলেও মূল প্লটে যাওয়া হয় না।

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...