আমার কলমের কালিগুলো,
আজও ধিক্কার জানায় আমার ধূর্ত অভিনয়ে।
হতাশার চাদরে জর্জরিত আমিও
প্রাণ খুলে হাসতে চাই সজোরে।
আমিও দেখি রঙিন স্বপ্ন সহজ, সুন্দর ছেলেবেলা,
প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে করছি জীবনে অবহেলা।
চাই শুধু চাই মহাসাফল্য দিগন্তবিস্তৃত মহাসম্মান,
তাইতো আজ বিবর্ণ আমি নিজেই নিজেকে করেছি অপমান।
ঘুমে ভরা দুর্বল দুটি চোখ শীত হোক কিংবা গ্রীষ্ম।
সর্বদা আক্রান্ত করে অসুখ বিসুখ,
কপালের ভাজে আজ চিন্তার ঘনঘটা।
ব্যর্থতার মহাউৎসবে জীবনের বেজেছে বারোটা।
No comments:
Post a Comment