Saturday 19 March 2022

আত্ম-প্রবৃত্তির সপ্তকাহন

 সুপ্ত ক্রোধ উদ্দীপ্ত হয় বাস্তবতার বাহানায়, 

কষ্ট বুকে নিথর হ্রদয় অথৈই ক্রোধের বন্যা বয়। 

মস্তিষ্কহীন বিকৃত হ্রদয় দেয় যে শত উপদেশ, 

বোকা দৃষ্টি বিনষ্ট হয়, রয় যে শুধু তার রেশ। 


আধিপত্যের অমানুষিকতায় ভগ্নপথের পদাঙ্কন, 

ললাটজুড়ে মিথ্যে হাসি,বক্ষজুড়ে ব্যর্থ আলিঙ্গন। 

বাহুল্যতার স্বর্গচূড়ায় ভ্রান্তবোধের ক্ষান্ত দহন, 

দাম্ভিকতার করালগ্রাস শৌর্যবীর্যের ব্যর্থ ক্রোদন। 


সর্বনাশা মায়ার দৃষ্টি করবে তোমায় অভিশপ্ত, 

ছিন্ন বিচ্ছিন্ন মুখের হাসি করবে তোমায় অনুতপ্ত। 

অনু-বোধনের অসীম স্পন্দনে বিকারহীন মুখ, 

ঐ দূর আকাশে বহুদূর ভাসে অধরা গহীন সুখ। 


খন্ড খন্ড চেতনাগুলো চেতনাহীন হয়ে রয়, 

স্বার্থ হাসিলের মহাউৎসবে সত্যেরা করে ভয়। 

আগুনের ঝন্ডায় দন্ডিত মোড়ল ক্ষীপ্ত সম্প্রদায়, 

নিষিদ্ধ পূর্ণিমায় ঝলসানো প্রতাপ ফিরে আসে অম্যবসায়। 


দিকবিদিক-দিগন্তশূন্য বিলুপ্তপ্রায় সোচ্চারী আহবান

মিশে যাবে সমুদ্রের সাথে অজানা নিলীমায়, 

মহাবর্ষনে তলিয়ে যায়,সেদিনের সেই গর্জে ওঠা সুর

বাস্তবতার করালগ্রাস তারুণ্যতাকে যেতে দেয় না বহুদূর। 

No comments:

Post a Comment

সাঁঝবেলায় জোনাকিদের গল্প

জোনাকির আলোয় লেখা অমাবস্যার গানে ফুটে উঠে বিরহ জেনে কিংবা না জেনে বলা দুঃখবিলাস মিলে যায় প্রত্যহ, জল ছিটানো ফোয়ারার মতন সাময়িক স্নিগ্ধতা আসে...