Tuesday 29 March 2022

গন্তব্যহীন পথের বাঁকে নাভিশ্বাস

বহুদূর পথ আজও বাকি সত্য

উপোল্বদ্ধির মহাযাত্রায়। 

ভঙ্গুর দোলাচল, সুশৃঙ্খল ব্যক্তয়

সুদীর্ঘ চেতনা অসীম মাত্রায়। 


মিথ্যা প্রহসন, মিথ্যা নাভিশ্বাস 

মৃত্যুন্জ্বয়ী অবিরাম মিছে উল্লাস। 

প্রতাপের বাহুল্যে প্রকটিত অস্তিত্ব 

মুর্খতার বাণী ঝরে সত্তা আজ বিকৃত। 


গ্লানির মহাসমুদ্রে অতৃপ্ত আত্মা, 

বাস্তবতার মিথ্যে হাসির অনাড়ম্বরতা। 

অসমর্থ আত্মাগুলো মুখ লুকিয়ে বিমর্ষ, 

অনিন্দ্য সুন্দর অস্তিত্বে অপ্রাপ্তির মহাবর্ষণ। 


সদ্য সুখের উল্লাসে তবু মুখ ফুটিয়ে গা ভাসে, 

গন্তব্যহীন পথের বাঁকে বজ্রনাদের ডাক আসে। 

গর্ব দরুন সর্বহারা, নাক সিটকিয়ে তবুও বিদ্বেষী, 

শত মগ্নে মহৎ তারা সত্য আজও চিরদোষী।  

No comments:

Post a Comment

সাঁঝবেলায় জোনাকিদের গল্প

জোনাকির আলোয় লেখা অমাবস্যার গানে ফুটে উঠে বিরহ জেনে কিংবা না জেনে বলা দুঃখবিলাস মিলে যায় প্রত্যহ, জল ছিটানো ফোয়ারার মতন সাময়িক স্নিগ্ধতা আসে...