Thursday, 7 April 2022

শূন্যপ্রান্তরে কুটিলতার ঘৃণ্য কৌশল

 দৃষ্টিজুড়ে গোলকধাঁধা সৃষ্টির মাঝে নিরবতা, 

সৃষ্টির জুড়ে শুধুই জীর্ণতা , স্বার্থান্বেষীর কুটিলতা। 

থমকে দাড়ানো পঙক্তিগুলো অনুভূতির ছোয়া পায়, 

মহোল্লাসের বিভৎসতায় শক্তিগুলো অসহায়। 


তীরন্দাজের লক্ষ্যভেদে মহাজনের ঘৃণ্য কৌশল, 

তিক্তগ্রাসে বিহ্বল জনপদ, বিদ্ধস্ত সমগ্র অঞ্চল। 

ধুলিত শহর দলিত হয় মহাজনের মর্জিতে, 

বিভীষিকার পথ মাড়াতে হয় সত্যখানি অর্জিতে। 


চটকাকারীর চাঞ্চল্যকর চিত্রায়িত চারিপাশ, 

চমকপ্রদ আলিশানে সৃষ্টিশীল অবিশ্বাস। 

চুর্ণ বিচূর্ণ অনিবার্য ধ্বংসলীলার উপখ্যান, 

শূন্যপ্রান্তরে বিদীর্ণ সব বিশ্বাসীদের জয়গান। 


নিরবতার মাঝেই চলে বিজয়ের প্রস্তুতি, 

অবাক করা শঙ্কাগুলো মিথ্যে হয়ে বিলায় দ্রুতি। 

ছন্দ বিহীন মন্দগুলো বিলায় মিছে অনুভূতি, 

প্রান্তশেষে পালাবে তারা পালাবে তাদের মহাযুক্তি। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...