Wednesday, 20 April 2022

বিস্মৃত স্মৃতির মহাদর্পণ

সুবিশাল চেতনাসমগ্র বহেনিরবধি সুপ্ত দর্শনে,

আমার এই আক্রমণাত্মক আচরণে। 

ক্লান্ত সমাজ অকারণে ছড়ায় নিলাভ কুটিলতা, 

ভ্রান্ত বিবেক বিক্ষিপ্ত হয়ে সৃষ্টি করে ব্যর্থতা। 


মরুর বুকে তরু গজায় ছড়ায় নির্মল শ্যমলতা, 

শ্যমল দেশে অগ্নি ঝড়ে নিকষ কালো নিরবতা। 

অথৈই সাগর  ঘূর্ণিপাকে উদ্ভুত মহাআলোড়ন, 

সুখের নগরে শকুন ডাকে ধ্বংসের প্রহসন। 


অজস্র শঙ্কা ঘুরপাক খায় ঘুর্ণিপাকের বাঁকে,  

নিথর হ্রদয় বিমর্ষ হয় খেয়া পাড়ের আঁকে। 

শঙ্কিত মন বোবা বনে যায় লালসার বাহারে, 

বুকচাপা ক্ষোভ হারিয়ে যায় অনাকাঙ্ক্ষিত শহরে। 


নিশি দিবানিশি বাগবাগ্বিতা হয় সতর্ক নগরে, 

ঈর্ষণ্বিত ইচ্ছেগুলো রঙ মাখিয়ে যায় হারিয়ে। 

কাকডাকা ভোরে কুহুলিত সুরে দেয় হাকডাক, 

বিস্মৃত স্মৃতি মিলিয়ে দিয়ে সৃষ্টি যে অবাক। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...