প্রান্তহীন মেঘেদের দল এদিক সেদিক ছুটিয়া,
জমাট কালো নীলাদ্রি বায়ু অনিল অসীম রটিয়া।
ধুমকেতুর ন্যায় অগ্নি বায়ু দুর্গমতাকে ভেদিয়া,
আনীত আলোর অনাবিল হাসি নিকষ কালো হটিয়া।
এখনো শুকায়নি কাটাদাগের ঘা অসমর্থ অস্তিত্ব,
নিরিবিলিচলা বিবর্ণকালো অচেনা ঘোলাটে মুহুর্ত।
দৃষ্টিলগ্নে অভিশপ্ত আলোতে নির্মম পরিব্যপ্তি,
অনন্তকাল প্রতিক্ষার পর নির্মম পরিসমাপ্তি ।
অহমিকার তপ্ত প্রতাপে প্রকটিত পার্থিব আশা,
সামান্য বিচ্যুতিতে ব্যর্থ ভবিষ্যৎ তীব্র হতাশা।
সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা,
অর্থবিহীন প্রাণের চিন্তা থেকে নিজ দেহকে ঝুলিয়ে রাখা।
No comments:
Post a Comment