Saturday, 28 May 2022

গল্পে গল্পে মসলিন

আজ একটা গল্প বলি শুনো গল্পটি সত্যি কিন্তু মিথ্যা নয়

সত্যের আড়ালে মিথ্যা থাকিলেও মিথ্যার নাহি জয়,

দিক- দিগন্ত পার হইয়াও হয় সত্যের মহা বিজয়

সত্য মিথ্যার দোলাচল মুক্ত হইয়া চলো গল্পটা তো শুনি।


একদা সমৃদ্ধ ছিলো সুতার কারবার সুবিস্তৃত ব্যবসা ছিল বঙ্গে ও গৌড়ে

মসৃণ হাতের ছোঁয়ায় অক্লান্ত পরিশ্রমে মসলিন গড়ে,

সকাল সন্ধ্যা মুখরিত থাকিতো মানুষের কলতানে

রমরমা ব্যবসা হইতো মসলিনের কল্যাণে।


২০ হাত লম্বা অতি মিহি একটা কাপড়

ইহা বানাইতেই লাগিয়া যাইতো বহু প্রহর,

বণিকের আসিত কিনিতে লইয়া স্বর্ণের আংটি

আস্ত একটা শাড়ি অনায়াসে যাইতো আংটিতে ঢুকি।


দিয়াশলাইয়ের বক্সে নাকি রাখা যাইতো এই আশ্চর্য বস্তু

কার্পাস নামক তুলা হইতে বানাতে হতো এর তন্তু,

রোম, পারাস্য, আফ্রিকা ফরাসি, ডাচ কিংবা তুরস্ক

বাংলায় মসলিন যাইতো বহু দূর দূরন্ত।

Friday, 20 May 2022

আত্মগ্লানির প্রতিধ্বনিতে মমস্পর্শী আর্তনাদ

টুকরো টুকরো অনুভূতিগুলো মিটমিটিয়ে তাকিয়ে রয়, 

জমাট কালো ক্ষোভের মাঝে চেতনারা পায় যে ভয়। 

লালচে দাগের সাক্ষী হয়ে নীরবের থাকার যন্ত্রনা,  

মুখ লুকিয়ে কাটলো জীবন আত্মগ্লানির মোহনা। 


পিপীলিকার ন্যায় জীবনাচরণ ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ, 

শূন্য হাতে ঘূর্ণিত অর্জন প্রাচুর্যের লোভে চিরআক্ষেপ। 

অনুভবের বদ্ধপ্রান্তরে ব্যর্থ জীবন, হরহামেশাই অসন্তোষ, 

আত্মদম্ভের বিশ্বকোষ, ব্যর্থ সমর্পণেও তবু জেদীদের আক্রোশ। 


দলিত মুখগুলোও আজ মমস্পর্শী আর্তনাদ, 

বিষাদের বুকে হয় জ্বালাপোড়া, অশান্তির জলপ্রপাত। 

ইচ্ছেকারীর ইচ্ছেগুলো অনিচ্ছায় অপরাগ, 

প্রহসনের মঞ্চায়নে অনিশ্চিতে সরল বিরাগ। 


তবু মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেয় বাক্যহীন অনুভূতি,  

তবু আবেগের অনির্ণেয় কোণে ছড়ায় অজানা ঘোলাটে দ্রুতি। 

কুচকুচে কালো পা হেয় মস্তিষ্ক রয় অবয়ব নির্বাক প্রতিধ্বনি,  

বিদঘুটে স্বার্থান্বেষী রক্তচোষাদের আহ্লাদে ভরে যায় চারপাশ। 

দিনের অগ্রভাগে রয় প্রকটিত আশা সন্ধ্যায় ধূলিসাৎ, 

রাত্রি পোহালে দেখবে আলো অপেক্ষায় কখন প্রভাত। 


Friday, 6 May 2022

ঘোলাটে আলোতে অসমর্থ অস্তিত্ব

প্রান্তহীন মেঘেদের দল এদিক সেদিক ছুটিয়া, 

জমাট কালো নীলাদ্রি বায়ু অনিল অসীম রটিয়া। 

ধুমকেতুর ন্যায় অগ্নি বায়ু দুর্গমতাকে ভেদিয়া, 

আনীত আলোর অনাবিল হাসি নিকষ কালো হটিয়া। 


এখনো শুকায়নি কাটাদাগের ঘা অসমর্থ অস্তিত্ব, 

নিরিবিলিচলা বিবর্ণকালো অচেনা ঘোলাটে মুহুর্ত। 

দৃষ্টিলগ্নে অভিশপ্ত আলোতে নির্মম পরিব্যপ্তি, 

অনন্তকাল প্রতিক্ষার পর নির্মম পরিসমাপ্তি । 


অহমিকার তপ্ত প্রতাপে প্রকটিত পার্থিব আশা, 

সামান্য বিচ্যুতিতে ব্যর্থ ভবিষ্যৎ তীব্র হতাশা। 

সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, 

অর্থবিহীন প্রাণের চিন্তা থেকে নিজ দেহকে ঝুলিয়ে রাখা।  

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...