Tuesday, 30 August 2022

কলরিত মঞ্চায়ন

কোলাহলের কলরিত অবেলায় কৃঞ্চপক্ষের  কুহুতান 

ক্লান্ত পথিকের না পাওয়ার সংগ্রামে জীবনাবসান,

না ফেরা তর্কাতীতের তর্কসাপেক্ষ আত্মোপলব্ধি 

না বুঝা মনসাঙ্কের মনমালিন্যে সংকটময় সন্ধি।


ভাঙ্গাগলায় সান্ধ্যকালীন দশমাংশে অশুদ্ধ আওয়াজ

ভাবুক হ্রদয়ে প্রাণের উল্লাস প্রকটতিত ভাবনা বিলাস,

অজস্র প্রশ্নবিদ্ধ অবস্থানের অবুঝ বিলাসী অহংকার 

অবেলায় অকারণে অনন্তপথে অপ্রতুলতার অনুসন্ধান।


জর্জরিত কুটিলতায় বিবেকহীন অনুশোচনা অর্থহীন

প্রগাঢ় দর্শনে কিঞ্চিৎ সংস্কারের অহেতুক তোড়জোড়,

ভঙ্গুর আত্নায় মিছে অভিযোগ মিছে কান্না আহাজারি 

অবাক করা ক্ষোভের স্রোতে লাগে সবইযে বাড়াবাড়ি। 


প্রিয়কাল হঠাৎ অনাকাল হয়ে ব্যর্থ নির্থক মঞ্চায়ন

অতৃপ্তির মহাবর্ষণে আঁকা অনুচিত পথের অনুকরণ,

জমা হওয়া কিছু ঘামের বিন্দু সর্বদা অকাল অনর্থক

কষ্টের পরে স্বস্তি থাকে এই আশাতেই কষ্ট সার্থক।


No comments:

Post a Comment

হারানো ছেলেবেলা

আকাশ তুমি সাক্ষী হও অনিবার্ণ অগ্নিসাক্ষী, নদী তুমি হও খরস্রোতা  হও দিবারাত্রি। আমি ঊর্ধ্ব গগনেো তাকিয়ে দেখি কেটে গেছে বহুদিন, অতীতের কথা স্ম...