Saturday 25 March 2023

অসময়ের প্লাটফর্মে

বহুকাল রবে অচেনা সুরে চেনা গল্পের উপসংহার

ক্লান্ত আবহে ব্যর্থ উদ্ভাসে ধারণ করা প্রিয় সংসার,

তপ্ত দুপুরে ছেলেখেলা জীবনে হঠাৎ আমূল পরিবর্তন

সেকেলে হয়ে যাওয়া জীবনে ঝুম বৃষ্টির পর রঙিন আবর্তন।


ভাবনার অবসরে জীবনকে নিয়ে ভাবা হাজারো চিন্তা

ব্যস্ততার দেওয়ালে ছলনারা খেলা করে নেমে আসে অমাবস্যা,

ফিরে তাকানো মায়ার বন্ধন অবহেলায় কেটে যায়

স্বাধীনতার আশ্বাসে নির্মল ভবিষ্যৎ নির্দ্বিধায় হারায়।


চিন্তিত মস্তিষ্ক ক্ষণে ক্ষণে জীবনের যুক্তিতে হেরে যায়

তবুও কিসের নেশায় থমকে থাকে অচিত্র পূর্ণিমায়,

মিথ্যে খুশির বিচিত্র অনুভবে একাকিত্বের পরিকল্পনা

স্থুল যুক্তিতে অসফল মুক্তিতে ইচ্ছেরা আঁকে আল্পনা।


কিছু একটার অভাব অনুভব হয় হাজার প্রহর পরে

কিছু কবিতা মূল্যহীন হয়ে যায় অসময়ের বাতিঘরে,

জমজমাট আড্ডার গুঞ্জনে বিষণ্ণ মনে অশান্তির সুর

অবজ্ঞায় ছুড়ে ফেলে দেওয়া কবিতাগুলো আজ দূর বহুদূর।

Saturday 11 March 2023

অসমাপ্ত গল্পের ব্যর্থ পরিসমাপ্তি

নতুন নতুন মোড়কে পুরনো আলাপগুলো, এক গুচ্ছ অভিমান

শেষ সকালে একটু ছায়ার আশায় প্রণয়ের ব্যাপারগুলো অসমান, 

কুয়াশায় একা পথ চলা পথিক, পিছন ফিরিয়ে তাকায় অবহেলায়

শান্ত স্বভাবের পথিকের ক্লান্ত দেহ ফিরে যেতে চায় ছোটবেলায়। 


ছোটবেলার স্মৃতিতে দিঘীর পাড়ে বকুল ফুলের গন্ধে মুখরিত চারিপাশ

পুরনো ডায়রিতে মুছে ফেলা গল্পতে নিজেকে মুখ লুকিয়ে কান্নার অভ্যাস, 

রোদ ওঠা দুপুরে, দ্রুতগামী উপশহরে এককোণে দাড়িয়ে থাকা বেমানান

অপরিচিত আলোতে ভালো থাকার আশাতে আঁকড়ে ধরে এক মুঠো সম্মান। 


গল্পের আসরে থেমে থাকা প্রহরে মেঘ বালকদের আকুতি হারিয়ে যায়

হন্নে হয়ে ছুটে বেরিয়ে ক্লান্ত হৃদয়ে শেষ বাসে নিজেকে খুঁজে বেড়ায়, 

অচেনা গলিতে চেনা মানুষের সাথে দেখায় পুনরায় বিভোর পুরনো স্বপ্নে

তবু বর্তমানকে ছাড়া যায় না, তাই আবারও মৃত স্বপ্নভাসে বুকের গহীনে। 


গল্পগুলো বর্ণনাতীত বিশাল, হাপিত্যেশ উঠে বলতে বলতে এই আসরে

গল্প সমাপ্ত করতে গল্পকার ব্যর্থ, অসমাপ্ত গল্পের হয় না কোন পরিসমাপ্তি, 

হৃদয়ের মধ্যে বেদনার নিবিড় অন্ধকারে নিঃস্ব স্বপ্নরাজ্য শীতল বাতাসে 

শেষ প্রহরে স্টেশন একা দাড়িয়ে আবারো আলাপন, গল্পের নেশার সুবাসে।

Friday 3 March 2023

বিচ্ছিন্ন কবিতায় স্থিরতার অবলোকন

আলো আবছায়ায় জর্জরিত জীবন অসহ্য যন্ত্রণাময়

মেঘের কোণে জমে থাকা বিরহে জড়তার সৃষ্টি হয়,

শেষ ডাকে প্রশ্নহীন মুহুর্ত, স্বপ্নগুলো মুহূর্তেই অদৃশ্য

সামান্য বেখেয়ালিপনা সীমাহীন প্রান্ত পর্যন্ত সবকিছু ভষ্ম।


আওয়াজহীন কথাগুলোতে তিক্ত আর্তনাদের সমাহার

অচীন কোনো রাজত্বের মাঝে অনুভূতির উপসংহার

শীতল বায়ুতে বিদ্ধ দেহ আজ রক্তহীন জমাটবদ্ধ

বেঁচে থাকার সমস্ত কারণ আজ অনাগত জীবনে সীমাবদ্ধ।


নদীর একূল ভাঙ্গিয়া ওকূল গড়ে ভেঙে ঝরে যায় গল্পগুলো

বিস্তৃত শহরে নিরাপত্তা অজুহাতে সম্ভাবনাগুলো হারিয়ে গেলো,

শহর থেকে দূরে নতুন কোনো সুরে নতুন সম্ভাবনার আলোড়ন

একসাথে বাঁচার সুদৃঢ় প্রত্যয় নিয়ে চলার পথে ফিরে আসা প্রহসন। 


চঞ্চলতার মাঝে স্থিরতার অবলোকন শ্বাশতের নীরবতা

শান্ত দিনের নিরীহ অনুভুতি নিয়ে লিখে  ফেলা বিচ্ছিন্ন কবিতা,

হঠাৎ কোনো এক বিকেলে মধ্য গগনের মসৃণ সামাজিকতা

গল্পের পুনরায় মঞ্চায়ন, অপেক্ষামান স্টেশন দাড়িয়ে থাকার বাধ্যতা। 

সাঁঝবেলায় জোনাকিদের গল্প

জোনাকির আলোয় লেখা অমাবস্যার গানে ফুটে উঠে বিরহ জেনে কিংবা না জেনে বলা দুঃখবিলাস মিলে যায় প্রত্যহ, জল ছিটানো ফোয়ারার মতন সাময়িক স্নিগ্ধতা আসে...