Saturday, 25 March 2023

অসময়ের প্লাটফর্মে

বহুকাল রবে অচেনা সুরে চেনা গল্পের উপসংহার

ক্লান্ত আবহে ব্যর্থ উদ্ভাসে ধারণ করা প্রিয় সংসার,

তপ্ত দুপুরে ছেলেখেলা জীবনে হঠাৎ আমূল পরিবর্তন

সেকেলে হয়ে যাওয়া জীবনে ঝুম বৃষ্টির পর রঙিন আবর্তন।


ভাবনার অবসরে জীবনকে নিয়ে ভাবা হাজারো চিন্তা

ব্যস্ততার দেওয়ালে ছলনারা খেলা করে নেমে আসে অমাবস্যা,

ফিরে তাকানো মায়ার বন্ধন অবহেলায় কেটে যায়

স্বাধীনতার আশ্বাসে নির্মল ভবিষ্যৎ নির্দ্বিধায় হারায়।


চিন্তিত মস্তিষ্ক ক্ষণে ক্ষণে জীবনের যুক্তিতে হেরে যায়

তবুও কিসের নেশায় থমকে থাকে অচিত্র পূর্ণিমায়,

মিথ্যে খুশির বিচিত্র অনুভবে একাকিত্বের পরিকল্পনা

স্থুল যুক্তিতে অসফল মুক্তিতে ইচ্ছেরা আঁকে আল্পনা।


কিছু একটার অভাব অনুভব হয় হাজার প্রহর পরে

কিছু কবিতা মূল্যহীন হয়ে যায় অসময়ের বাতিঘরে,

জমজমাট আড্ডার গুঞ্জনে বিষণ্ণ মনে অশান্তির সুর

অবজ্ঞায় ছুড়ে ফেলে দেওয়া কবিতাগুলো আজ দূর বহুদূর।

No comments:

Post a Comment

হারানো ছেলেবেলা

আকাশ তুমি সাক্ষী হও অনিবার্ণ অগ্নিসাক্ষী, নদী তুমি হও খরস্রোতা  হও দিবারাত্রি। আমি ঊর্ধ্ব গগনেো তাকিয়ে দেখি কেটে গেছে বহুদিন, অতীতের কথা স্ম...