Monday, 9 October 2023

ক্ষণিকের ভাবনায় কল্পনার আঁকিবুঁকি

জাগতিক হাজারো প্রশ্নের ভীড়ে উৎসুক নবীনের ঝাঁক হারিয়ে যায় বাস্তবতার ব্যবধানে

জীবন পুরোটাই মায়া, মায়ার আড়ালে থাকা নির্মমতা পুনরায় বাস্তবে ফিরিয়ে আনে,

জীবন্ত প্রত্যাশার ভরসায় হোচট খেয়েও পুনরায় ফিরে আসা যায় চমৎকারভাবে

জনতার মাঝে ক্ষণিকের হতাশাকে ছুড়ে ফেলে ফিরে আসার গল্পগুলো স্মরণীয় হয়ে রবে।


মেঘলা দিনে একলা মনে মৃদু বাতাসের মমস্পর্শী অনুভবে মস্তিষ্কের অনুরণ

মিটিমিটি করে জ্বলা ভাঙ্গা ল্যাম্পম পোস্টের নিচে সুবোধ বালকদের  বিচরণ,

মনের মাধুরিতে ভাবনা বিলাসে চেতনার মেঘ থেকে এক পশলা বৃষ্টির ঝুম

মৃত তারুণ্যের শহরে বিলুপ্ত হওয়া চায়ের আসর থেকে হঠাৎ ভেঙে যায় ঘুম।


কভু কথা বলার কলরব, ক্লান্তের কদর্যে কিঞ্চিৎ বিচ্যুতি কপালে চিন্তার ভাঁজ

কালের বিবর্তনে স্থিমিত হওয়া কাঠবিড়ালির কষ্টে  সকলের মুখ গম্ভীর আজ,

কোনো এক কাননে কৃষ্ণচূড়ার ফুল ভাবিয়ে তুলছে কবিকে নিরুত্তাপ ভোরে

কল্পনায় ব্যস্ত করিডরে কৃষ্ণচূড়াটা হারিয়ে পড়ে আছে এক কোণে সকলের অগোচরে।  


আমাদের ছোট্ট গায়ে ঐ দূর পর্যন্ত ছোট্ট ছোট্ট হাজারো স্বপ্নের ছড়াছড়ি

আঁধার রাত্রি শেষে গল্পের আসরে গল্পকারের গল্পগুলো নিয়ে হয় বাড়াবাড়ি,

আপন মনে রঙিন কাগজে বানানো লাল নীল প্রজাপতি যেন চলে যায় স্বপ্নপুরী

আঁকিবুঁকি স্বপ্নের রাজ্যে বাস্তবতারা নিস্তেজ আজ, চলে বিচ্ছিন্ন কোতয়ালের বাহাদুরি।

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...