রাত পোহালেই নতুন দিনের শুরু, নতুন করে জীবন অঙ্কনে পুরনো তুলির ছোঁয়া
রোদেলা দিনে এক পশলা বৃষ্টিতে, ভেজা ছবিগুলো বিচ্ছিন্ন হয়ে মিলিয়ে যাওয়া,
রিক্ত অনুভবে সিক্ত চোখ বিবর্ণ, বিক্ষিপ্ত, বেমানান, বিমর্ষ এবং আরও বর্ণনাতীত
রাত্রির শেষ ভাগে তবু আশা, হবে অন্যরকম দিনের শুরু থাকবে না পুরনো অতীত।
খোলা পথে হঠাৎ হালকা বাঁক নির্জীবতার মাঝে চঞ্চলতার আবছা আলো
খেয়ালি বিকেলে বেখেয়ালি বিচরণ, জন্মায় হঠাৎ আতঙ্ক শূন্যতার আশঙ্কা,
খবরবিহীন অচীন বন্দরে ঘুম আসে আর সব নিশ্চুপ হয়ে যায়
খেয়া ঘাটের নয়া মাঝি দিক হারিয়ে অচেনা সন্ধ্যায় হারিয়ে যায়।
জীবনের গল্পগুলো হয়তো বা অল্প করে দাগ কাটে ব্যস্ত মানুষের মনের গহীনে
জীর্ণ শরীরে রাত জাগা জোনাকির পুরো সকাল কাটে ঘুমে, ঘুম ভাঙ্গে মধ্যাহ্নে,
জড়িয়ে ধরার কান্নার আঁকুতি অনুভূত হয় ব্যর্থতার পরে জীর্ণতার আক্রমণে
জটলা লেগে যাওয়া জীবনে বিষণ্ণতা কুঁড়ে কুঁড়ে খায় সকাল বিকাল কিংবা অপরাহ্নে।
আনন্দের বর্ষাধারা আর বর্ষে না মৃতপ্রায় এ শহরে, যেখানের পঁচে গলে গেছে মানবতা
আঁধারের মহাউৎসবে আলোর ঝলকও আজ দুর্লভ, সুলভ শুধু আত্মকেন্দ্রিক স্বার্থপরতা,
আলোবিহীন চত্বরে অহেতুক মানুষের মূল্যবোধের বুলি মুখ থুবড়ে পড়ে ব্যস্ততম সড়কে
আপ্রাণ মানবতাকে ফিরিয়ে আনার চেষ্টা করা মানুষগুলো ব্যর্থ, আজও আবৃত মোড়কে।
No comments:
Post a Comment