Monday, 9 October 2023

মধ্যদুপুরে মহাচিন্তায় জীবনের আবেগগুলো

ইচ্ছেরা ডানা মেলে সাত সমুদ্দুর তের নদীর ওপারে বিচ্ছিন্ন বোধের প্রচ্ছন্ন মায়ায়

ইন্দ্রিয় পরাজয়ে সক্রিয় মূল্যবোধও আজ ঐ দূর পাহাড়ের সরু উপত্যকায়,

ইতল বিতল আবেগগুলো অগোছালোভাবে ফিরে আসে অনিচ্ছা সত্ত্বেও এই প্রান্তরে

ইচ্ছে হয় অনিশ্চিত ভবিষ্যতের জন্য দৌড়ানো থামিয়ে হয়ে যাই ভবঘুরে।


মহাকাল ধরে প্রজ্জ্বলিত নক্ষত্র নিদ্রাতে যাওয়া অপেক্ষায় বসে আছে অসহায়

মহাকাশ ছাড়ি নিখুঁত কালো শূন্যতা পাড়ি দিয়ে অনন্ত অসীম পাড়ে নিঃশ্বাস ছাড়ি,

মহাসাগরের জলরাশি মাঝে ডুবে থাকা অস্তিত্ব বাস্তবতার নিরিখে মহাচিন্তিত

মহাচিন্তায় ডুবে থাকায় সবটুকু শক্তি নিঃশেষ করে সৃষ্টি করে মহাশূন্যতা।


জাগতিক বাস্তবতায় জমকালো আয়োজনের আড়ালে মুখ লুকিয়ে চাপা কষ্ট

জগতের মিথ্যে প্রলোভনে হতাশাগ্রস্থ নির্জীব জনপদে ইচ্ছেগুলো হয় নষ্ট, 

জনপথে আর দুষ্টু বালকদের ভিড় নেই, নেই স্বপ্নের কারিগরদের আনাগোনা

জীবনের মধ্যাহ্নে অদ্ভুত লাগে সব, চেনা সব কিছুও আজ খুব অচেনা। 


মিলিয়ে যাওয়া রংধনুর অনিন্দ্য সৌন্দর্যকে ছাপিয়ে জীবনকে নিয়ে শত ভাবনা

মিশে যাওয়া সমুদ্রের জলে হারিয়ে যাওয়া স্মৃতিগুলা ছিলোনা কখনো ফেলনা, 

মধ্যদুপুরে শত ক্লান্তির পরে এক চিলতে অবসরে নিজেকে লাগে বড্ড একলা

মিথ্যে স্বপ্নে বেঁধো না আশায় বুক, হঠাৎ একদিন থমকে যাবে সব জাগতিক খেলা। 

No comments:

Post a Comment

ব্যর্থ বিপ্লব

বিপ্লবের রোমান্টিকতা শেষে রইল পড়ে এক রাশ ছাই। সব কিছুই আগের মতন আছে শুধু আজ তোমরা নাই। বিপ্লবের মোহে বন্দুকের সামনে বুক পেতে রইল যুবক, নিকষক...