প্রিয় শহরে রোজ আড্ডাতে বিকেল গড়িয়ে রাত হয় শেষ যাত্রী তার ঘরে ফেরে তবুও
পরিচিত গল্প অসমাপ্ত রেখে ঘরে ফেরা হয় না, জ্যোৎস্নাবিহীন নিকষ কালো রাত্রিতে,
পার্থিব সৌন্দর্য যেন অনন্ত অফুরন্ত লাগে ঝুম বর্ষায় কিংবা কুয়াশার চাদরে থাকা নগরে
প্রতিদিনের শত ব্যস্ততা ফেলে বিদ্রোহী হতে চাওয়া মন কলুষিত হয় সমাজের নির্মমতায়।
সাদা পায়রাগুলো একা একা উড়ে, ঘুরে ঘুরে ভিজে ঝুম বর্ষায় এই শহরে
সেকেলে হয়ে যাওয়া রঙ্গিন আলপনার কুঁড়ে ঘরগুলো আর নেই এই প্রহরে,
সন্ধ্যা বেলার ঘরে ফেরার তাড়না আর নেই এখন যান্ত্রিকতার এই জীবন অশান্ত
সূর্য উঠা ভোরে এখন নেই কোনো কলরব রাত জাগা সবাই এখন বড়ই ক্লান্ত।
নতুন কিছুর প্রত্যাশায় একটুখানি অন্যরকম প্রচেষ্টা হয় তো বা ব্যতিক্রম
নগর থেকে বন্দর, ঘাট থেকে মাঠ সবখানেই দ্বিধাকে করেছে অতিক্রম,
নিশ্চুপ থাকা নীল রঙা প্রজাপতিগুলো অচেনাই রয়ে যায় সারজীবন ধরে
নীরব থেকে সরব হওয়ার সুযোগ হারিয়ে বারবার অনুশোচনায় পুড়ে।
আলো আঁধারের বারংবার গল্পগুলো এখন হয়ে গেছে পুরোনো
আংশিক জাগ্রত ছেলেগুলো অহেতুক চিন্তায় হয়ে গেছে পুরোনো,
আড়ালে থাকা কান্ডারীর দল এখনও নিজ নিজ কাজে ব্যস্ত
আজও সামনে থাকা দলের কাছে নবজাগরণের দ্বায়িত্ব ন্যস্ত।
No comments:
Post a Comment