শুষ্ক নদীর রুক্ষ চারপাশ তবু থেমে থাকতে মানা, একা চলতে শত বাহানা
শীর্ষের আহরণের জন্যে পর্বতারোহীরা চেয়ে থাকে অনন্ত দিগন্তে একটানা,
শিশির পড়া দিগন্তে কোনো একসময় চিত্রনাট্যে মূল চরিত্রের আগমন
শান্ত পরিবেশ হঠাৎ অশান্ত হয়, তারপর একটা সময় সবকিছুর অবসান।
রোদেলা দিনে পথে হাঁটলে ভিজে যাবার নেই তো কোনো আশঙ্কা
রুগ্ন দেহে আচমকা বিশ্ব জয়ের স্বপ্ন, অদ্ভুত, নেই কোনো পরিকল্পনা,
রক্তবর্ণের সূর্যটাও সময়ের পরিক্রমায় অন্ধকার সন্ধ্যায় ঢলে পড়ে
রঙিন গল্পগুলো অসাধারণ হলেও একটা সময় সব একঘেয়ে হয়ে পড়ে।
তন্দ্রাচ্ছন্ন সময়গুলোতে অসহায় লাগে, অবিশ্বাস্য একাকিত্বে অতিবাহিত প্রহরে দীর্ঘকালীন ভাবনা
তবুও আশায় বুক বাধিঁ, তবুও সব পিছুটান হটিয়ে সামনে যাওয়ার ছক আকিঁ, দেখি বিশ্বজয়ের সম্ভাবনা
তেপান্তরে দাঁড়িয়ে কখনো কখনো অতীতকে স্মরণ করে স্মৃতিকারণ হয়ে আফসোস হয় পুরোনো দিনগুলো নিয়ে
তিলে তিলে গড়া নিজের স্বপ্নগুলো বাস্তবতার নির্মমতায় অনিচ্ছায় ছেড়ে দিয়ে হই নিজের কাছে হেয়।
তর্কের বিতর্কে মুখরিত চারিপাশ চেনা অচেনার বহু বাকি, রাত্রি নামবার আগেই বাস্তবতা দিয়েছে ফাঁকি
তীব্র আঁধারে আলোর প্রজ্বলন, একটু একটু করে ইতিহাসের সংকলন, সৌভাগ্য আজ দিয়েছে উঁকি,
তীর্যক চাঁদ রেখেছে কথা, এঁকেছে সাফল্যের আল্পনা বেদনার রঙ ধূসর কালো দিয়েছে দারূণ প্রেরণা
তিল তিল করে গড়া চিত্রসমগ্র নিমিষেই চলে যায় আড়ালে নিয়মের বেড়াজালে মুহুর্তেই সবকিছু অচেনা।
No comments:
Post a Comment