Tuesday 29 March 2022

গন্তব্যহীন পথের বাঁকে নাভিশ্বাস

বহুদূর পথ আজও বাকি সত্য

উপোল্বদ্ধির মহাযাত্রায়। 

ভঙ্গুর দোলাচল, সুশৃঙ্খল ব্যক্তয়

সুদীর্ঘ চেতনা অসীম মাত্রায়। 


মিথ্যা প্রহসন, মিথ্যা নাভিশ্বাস 

মৃত্যুন্জ্বয়ী অবিরাম মিছে উল্লাস। 

প্রতাপের বাহুল্যে প্রকটিত অস্তিত্ব 

মুর্খতার বাণী ঝরে সত্তা আজ বিকৃত। 


গ্লানির মহাসমুদ্রে অতৃপ্ত আত্মা, 

বাস্তবতার মিথ্যে হাসির অনাড়ম্বরতা। 

অসমর্থ আত্মাগুলো মুখ লুকিয়ে বিমর্ষ, 

অনিন্দ্য সুন্দর অস্তিত্বে অপ্রাপ্তির মহাবর্ষণ। 


সদ্য সুখের উল্লাসে তবু মুখ ফুটিয়ে গা ভাসে, 

গন্তব্যহীন পথের বাঁকে বজ্রনাদের ডাক আসে। 

গর্ব দরুন সর্বহারা, নাক সিটকিয়ে তবুও বিদ্বেষী, 

শত মগ্নে মহৎ তারা সত্য আজও চিরদোষী।  

Saturday 19 March 2022

আত্ম-প্রবৃত্তির সপ্তকাহন

 সুপ্ত ক্রোধ উদ্দীপ্ত হয় বাস্তবতার বাহানায়, 

কষ্ট বুকে নিথর হ্রদয় অথৈই ক্রোধের বন্যা বয়। 

মস্তিষ্কহীন বিকৃত হ্রদয় দেয় যে শত উপদেশ, 

বোকা দৃষ্টি বিনষ্ট হয়, রয় যে শুধু তার রেশ। 


আধিপত্যের অমানুষিকতায় ভগ্নপথের পদাঙ্কন, 

ললাটজুড়ে মিথ্যে হাসি,বক্ষজুড়ে ব্যর্থ আলিঙ্গন। 

বাহুল্যতার স্বর্গচূড়ায় ভ্রান্তবোধের ক্ষান্ত দহন, 

দাম্ভিকতার করালগ্রাস শৌর্যবীর্যের ব্যর্থ ক্রোদন। 


সর্বনাশা মায়ার দৃষ্টি করবে তোমায় অভিশপ্ত, 

ছিন্ন বিচ্ছিন্ন মুখের হাসি করবে তোমায় অনুতপ্ত। 

অনু-বোধনের অসীম স্পন্দনে বিকারহীন মুখ, 

ঐ দূর আকাশে বহুদূর ভাসে অধরা গহীন সুখ। 


খন্ড খন্ড চেতনাগুলো চেতনাহীন হয়ে রয়, 

স্বার্থ হাসিলের মহাউৎসবে সত্যেরা করে ভয়। 

আগুনের ঝন্ডায় দন্ডিত মোড়ল ক্ষীপ্ত সম্প্রদায়, 

নিষিদ্ধ পূর্ণিমায় ঝলসানো প্রতাপ ফিরে আসে অম্যবসায়। 


দিকবিদিক-দিগন্তশূন্য বিলুপ্তপ্রায় সোচ্চারী আহবান

মিশে যাবে সমুদ্রের সাথে অজানা নিলীমায়, 

মহাবর্ষনে তলিয়ে যায়,সেদিনের সেই গর্জে ওঠা সুর

বাস্তবতার করালগ্রাস তারুণ্যতাকে যেতে দেয় না বহুদূর। 

Friday 11 March 2022

শত স্বপ্নের মোহে

আমার কলমের কালিগুলো, 

আজও ধিক্কার জানায় আমার ধূর্ত অভিনয়ে।  

হতাশার চাদরে জর্জরিত আমিও

প্রাণ খুলে হাসতে চাই সজোরে। 


আমিও দেখি রঙিন স্বপ্ন সহজ, সুন্দর ছেলেবেলা, 

প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে করছি জীবনে অবহেলা। 

চাই শুধু চাই মহাসাফল্য দিগন্তবিস্তৃত  মহাসম্মান, 

তাইতো আজ বিবর্ণ আমি নিজেই নিজেকে করেছি অপমান। 


ঘুমে ভরা দুর্বল দুটি চোখ শীত হোক কিংবা  গ্রীষ্ম। 

সর্বদা আক্রান্ত করে অসুখ বিসুখ,

কপালের ভাজে আজ চিন্তার ঘনঘটা। 

ব্যর্থতার মহাউৎসবে জীবনের বেজেছে বারোটা। 

Sunday 6 March 2022

ক্রান্তিকালে দিনগুলোতে বিজয়ের প্রত্যাশা

উত্তপ্ত বাক্যের স্তব্ধিত মুহুর্তের ঘনঘটা, 

তর্ক বিতর্কে অসতর্কিত আলোকছটা। 

বাস্তবতার নিরীখে সত্য যে আজ রঙচটা, 

অনাবিল হটকারিতায় উদ্বিগ্ন প্রতিটি সত্তা। 


নিবৃত আবেগের প্রবৃত্তি আজ কণ্টকার্ণ জঞ্জাল, 

স্পন্দনে বিষাক্ত নাভিশ্বাস অসমাপ্ত সুরতহাল। 

রক্তচক্ষুর নির্জনতায় অকপটে সত্তা বিসর্জন, 

প্রহসনের সস্তা মঞ্চে বিবেকহীন আত্মার গর্জন। 


সাতরঙা উৎসবের দিন যায় জড়িয়ে অন্ধকারে, 

জীবনযুদ্ধের হাপ্পিতাশে নির্ঘুম কাকডাকা ভোরে। 

ধুধুময় বালুরপ্রান্তরে মাতালময় মস্তিষ্কটা ঘুরে, 

সূর্যাস্তের নিষ্ঠুর প্রহরে জীবনপত্রক ঝরে পড়ে। 


প্রলয়কালে ঘাপটি মেরে দম্ভগুলো মিথ্যা হাসে, 

ক্রান্তিকালে রুঢ়ভাবে আবির্ভাবে দিনগুলোতে। 

দাঁতভাঙা কড়া জবাব হবেরে হবে প্রবলভাবে, 

কড়াগণ্ডায় হিসাব হবে প্রতিশোধের করালগ্রাসে।  


তপ্তদুপুর ঝলসে যাবে থমকে যাবে প্রতাপগুলো, 

তব্দা খেয়ে সত্য হবে হাস্যরসিক ভাষ্যগুলো। 

অপেক্ষামান প্রহরগুলো মহাউল্লাসে গর্জে উঠে, 

দিগন্তের এপাড়ওপাড় রঙতুলিতে আকবে সেদিন। 


Friday 4 March 2022

তপ্ত অনুভূতির জবানবন্দী

স্রোতের কিনারায় দাঁড়িয়ে

ব্যর্থতার দহনে আমি হারিয়ে। 

বাকরুদ্ধ তপ্ত অনুভূতির 

অগ্নিস্নানে ভস্মীভূত আজ আমি। 


আমার যুক্তির প্রতিটা স্তম্ভ আজ পরাজিত

আমার আবেগের কোণায় কোণায় অশ্রুপাত। 

অনর্থক লালসায় আজ সমাজ বিভ্রান্ত

ইচ্ছের প্রচেষ্টা আজ অনিচ্ছায় পর্যদুস্ত। 


হঠাৎ কোনো আলোচ্ছটায় হোক কলরব

আলোর পথের অভিযাত্রায় যুক্ত হোক সব। 

মুক্ত হোক বিভ্রান্ত, মুক্ত হোক অনাচার

যুক্ত হোক আলোর নিশান, সত্য সুন্দর সমাধান। 


আলোর নিশানে দূরীভূত অন্ধকারের জয়োৎসব 

কষ্টের দিনগুলো যাবে না রসাতলে সব। 

নিরবতার প্রহর ভেঙে ইচ্ছেরা করবে মহোৎসব 

দোদুল্যমান শঙ্কাগুলো ধুলিত হয়ে হবে অবাস্তব।  

সাঁঝবেলায় জোনাকিদের গল্প

জোনাকির আলোয় লেখা অমাবস্যার গানে ফুটে উঠে বিরহ জেনে কিংবা না জেনে বলা দুঃখবিলাস মিলে যায় প্রত্যহ, জল ছিটানো ফোয়ারার মতন সাময়িক স্নিগ্ধতা আসে...